দ‍্য শো মাস্ট গো অন, মাকে দাহ করে ফিরেই থিয়েটারের মঞ্চে সুজন মুখোপাধ‍্যায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিনেত্রীদের ব‍্যস্ত জীবন। ব‍্যক্তিগত জীবনে যত ঝড়ই উঠুক না কেন, ক‍্যামেরার সামনে বা মঞ্চে দাঁড়ালেই চরিত্রের মধ‍্যে ঢুকে পড়তে হয়। প্রমাণ দিলেন অভিনেতা নীল ওরফে সুজন মুখোপাধ‍্যায় (Sujan Mukherjee)। মায়ের শেষকৃত‍্য করে এসেই থিয়েটারের প্রস্তুতি শুরু করলেন তিনি।

মঙ্গলবার রাতে মাতৃবিয়োগ হয় নীলের। বার্ধ‍ক‍্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। মঙ্গলবার রাতে শেষ হয় লড়াই। মায়ের সঙ্গে তোলা হাসপাতালে শেষ ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। সঙ্গে লিখেছেন, ‘মায়ের সঙ্গে শেষ ছবি…… দাহ করে ফিরলাম। সকাল ৮ টায় রিহার্সাল। মায়ের কথা ভেবেই যাবো। চেতনা ৫০ তোমার নামেই চিহ্নিত হোক। তুমি জাগ্রত অন্তরে অন্তরে…’

অপর একটি পোস্টে মায়ের ছবির সঙ্গে চেতনা ৫০ এর ছবি শেয়ার করে সুজন লিখেছেন, ‘মা, তোমার জন্য…. তুমি না থাকলে চেতনা, চেতনা হতো না। তোমার অবদান তুলনাহীন। তাই তোমাকে স্মরণ করেই মঞ্চে নামবো, চেতনা ৫০ তোমাকে উৎসর্গ করলাম, মা। ভালো থেকো। পাশে থেকো ওপার থেকেই….’

নীলের পোস্টে শোকবার্তা দিয়েছেন টলিপাড়ার একাধিক তারকা। বিদীপ্তা চক্রবর্তী লিখেছেন, ‘নীল কিছু বলার নেই। তোদের এইরকম এক কর্মযজ্ঞের মাঝে এইরকম খারাপ একটা খবর। সবকিছু সামলে ওঠ। আরতি জেঠিমার আত্মার শান্তি কামনা করছি।’ ইন্দ্রাণী দত্ত লিখেছেন, ‘খুব খুব দুঃখিত নীল! তোমরা সবাই ভাল থেকো। মাসিমা শান্তিতে থাকুন।’


মায়ের মৃত‍্যু সংবাদ দেওয়ার আগেও থিয়েটারের মঞ্চ থেকে চেতনা ৫০ এর মহড়ার একাধিক ছবি শেয়ার করেছিলেন সুজন। এই কঠিন সময়ের মধ‍্যেও নিজের কাজ থেকে সরে আসেননি তিনি। নীলকে মন শক্ত রাখার বার্তা দিয়েছেন নেটিজেনরা।

X