আজীবন সৌমিত্রর নামের সিঁদুর পরে থাকব, ডিভোর্সের কথা শুনে ভেঙে পড়লেন সুজাতা

বাংলা হান্ট ডেস্কঃ দুপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে (All India Trinamool Congress) যোগ দেন সুজাতা খাঁ (Sujata Khan)! সেই সিদ্ধান্ত মন থেকে মেনে নিতে পারেন নি স্বামী সৌমিত্র খাঁ (Saumitra Khan)। স্ত্রীর তৃণমূলে যোগ দেওয়ার পর ব্যাক্তিগত সাংবাদিক বৈঠক করেন সাংসদ সৌমিত্র খাঁ, আর সেখানেই তিনি স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। এই ঘটনার পর সুজাতা খাঁ নিজের প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ১০ বছরের সম্পর্কে এমন ঘটনা ঘটায় তিনি বিস্মিত আর আহত।

sujata 2

তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস বিজেপি থেকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তিনি সাংবাদিকদের সামনে ভেজা গলায় বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃণমূল বিজেপি আসতেই পারেনা। আমাকে ডিভোর্সদের জন্য ওঁকে কেউ চাপ আর বুদ্ধি দিচ্ছে। তবে তিনি এও জানিয়ে দেন যে, আমাকে ও ছেড়ে গেলেও আমি আজীবন ওর স্ত্রীর হিসেবেই পরিচয় বহন করব।

সাংবাদিকদের সামনে ভেজা কণ্ঠে সুজাতা বলেন, ‘আমি সৌমিত্রর নামে সিঁদুর পরেছি। আজীবন ওর নামেই সিঁদুর পরব। স্বামী-স্ত্রীর সম্পর্ক স্বর্গে তৈরি হয় শুনেছি, কিন্তু সেই স্বর্গে তৈরি হওয়া সম্পর্ক কীভাবে একটি রাজনৈতিক দল ভেঙে দিতে পারে? সুজাতে বলেন, আমরা রাম-সীতার মত। আমরা লক্ষ্মী-নারায়ণের মত। আমাদের সম্পর্ক কেউই ভাঙতে পারবে না।

সুজাতা খাঁ বলেন, আমি আজও সৌমিত্রকে ভালোবাসি। আমি ওঁর নামে মাথায় সিঁদুর পরেছি। আমি আজীবন এসব বহন করব। সুজাতা স্বামীর মঙ্গল চেয়ে বলেন, ওঁর ভালো হোক। বিজেপি যদি কোনদিনও ক্ষমতায় থাকে, তাহলে ওই যেন মুখ্যমন্ত্রী হয় সেটার কামনা করি।

Koushik Dutta

সম্পর্কিত খবর