বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিগত আড়াই বছরের অধিক সময় ধরে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটছে তাঁর। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই (CBI) তৃতীয় অতিরিক্ত চার্জশিট দিতেই ফের একবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি।
পার্থকে (Partha Chatterjee) নিয়ে বিস্ফোরক কালীঘাটের কাকু!
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পেয়েছিল সিবিআই। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় এজেন্সির দেওয়া তৃতীয় অতিরিক্ত চার্জশিটে সেই অডিওর সম্পূর্ণ কথোপকথন তুলে ধরা হয়েছে। ২০১৭ সালে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়িতে সেই কথোপকথন হয়েছিল। সেটি রেকর্ড করেছিলেন নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের এক বেতনভুক কর্মী।
প্রায় সওয়া ১ ঘণ্টার ওই অডিও রেকর্ডে সুজয়কৃষ্ণকে বলতে শোনা যায়, তিনি ১৯৮২ সাল থেকে পার্থকে (Partha Chatterjee) চেনেন। সিবিআইয়ের প্রতিলিপি অনুযায়ী, কালীঘাটের কাকুকে সেখানে বলতে শোনা যাচ্ছে, পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের জন্য একদা একটি হার কিনে পাঠিয়েছিলেন তিনি। হার পেয়ে পার্থদা আমায় বলেন, দুল দিসনি তো?
আরও পড়ুনঃ সরকারি কর্মীদের জন্য খারাপ খবর! এবার একাধিক ভাতা বাতিল করতে পারে সরকার
সেই কথোপকথনেই সুজয়কৃষ্ণ (Sujay Krishna Bhadra) বলেন, পার্থ চট্টোপাধ্যায়কে একবার একটি স্বর্ণমুদ্রা দিয়েছি। কিছুদিন পর পার্থদা আমায় বলে, বেচা নিয়ে গিয়েছে। আরেকটা দিতে বল। এই কথোপকথন চলাকালীনই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সর্বকালের সেরা আশ্চর্যও বলেন কালীঘাটের কাকু।
এদিকে সিবিআইয়ের হাতে আসা প্রায় সওয়া ১ ঘণ্টার এই অডিও রেকর্ডিংয়ে মোট ৭৩ বার শোনা গিয়েছে ‘অভিষেক’, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়’ নাম। সেই অডিওয় সুজয়কৃষ্ণকে বলতে শোনা যায়, ১৫ কোটি টাকা দাবি করেছেন অভিষেক (Abhishek Banerjee)। সেই টাকা কীভাবে জোগাড় করা হবে তা নিয়ে শান্তনু, কুন্তলদের সঙ্গে পরিকল্পনাও করেছিলেন তিনি। ২৫০ জনের থেকে টাকা তুললেই এই টাকার বন্দোবস্ত হয়ে যাবে বলে জানান কালীঘাটের কাকু (Kalighater Kaku)।
এদিকে ইতিমধ্যেই এই অডিও যাচাই করতে সুজয়কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখনও অবধি একবারও অভিষেককে তলব করা হয়নি। এই কথোপকথনে যে দাবিগুলি করা হয়েছে, সেগুলি আদৌ সঠিক কিনা তা তদন্তসাপেক্ষ বিষয়। এই অডিও রেকর্ডিংয়েই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে বেশ কিছু মন্তব্য করতে শোনা গিয়েছে কালীঘাটের কাকুকে।