বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি। এবার জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। ইডির করা মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ। এদিন কলকাতা হাই কোর্টে কাকুর জামিন মঞ্জুর হয়েছে। এদিন কলকাতা হাই কোর্টের সুজয় কৃষ্ণর জামিন মামলার শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষ অভিযুক্তর জামিন মঞ্জুর করেছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত।
প্রথমত, মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারবেন না তিনি। কোনোভাবেই মামলায় সাথে যুক্ত সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। নিজের পাসপোর্ট জমা রাখতে হবে। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া রাজ্যের, এমনকি নিম্ন আদালতের এলাকার বাইরেও তিনি যেতে পারবেন না।
এছাড়া নিম্ন আদালতের অনুমতি ছাড়া ফোন নম্বরও বদল করতে পারবেন না সুজয়কৃষ্ণ ভদ্র। যদিও আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-মামলায় হেফাজতে থাকায় এখনই জেল থেকে মুক্ত হতে পারবেন না সুজয়কৃষ্ণ। শুক্রবারই ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে নতুন করে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণর নামে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করল করেছে সিবিআই।
সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। তা মঞ্জুর হলেই আর বাধা থাকবে না। জেলমুক্তি হবে কালীঘাটের কাকুর। তার আগে আপাতত জেলেই থাকতে হবে তাকে। উল্লেখ্য, গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি।
আরও পড়ুন: দু’লক্ষ টাকা ঘুষ চেয়েছেন এএসআই! শুনেই ক্ষুব্ধ বিচারপতি ঘোষ, এল বড় নির্দেশ
এরই মধ্যে সম্প্রতি সুজয়কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই। এর আগে আদালত তরফে একাধিকবার সুজয়কৃষ্ণকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করানো নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি। এরই মধ্যে ইডির করা মামলায় জামিনে মুক্ত হলেন নিয়োগ দুর্নীতির ‘কাকু’।