মঞ্জুর! নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি, এরই মধ্যে চরম দুঃসংবাদ এল কালীঘাটের কাকুর জন্য

বাংলা হান্ট ডেস্কঃ অস্বস্তি বাড়ল সুজয়কৃষ্ণের (Sujay Krishna Bhadra)। কালীঘাটের কাকুকে (Kalighater Kaku) সশরীরে হাজিরা দেওয়া নির্দেশ আদালতের। জানা গিয়েছে, সিবিআই-র আর্জিতে সাড়া দিয়ে আগামী ৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার কাকুকে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালত।

গত বছর ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। মাঝে শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালের কেটেছে কাকুর। এরপর জেলেই ছিলেন তিনি। এরই মধ্যে সুজয়কৃষ্ণকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় সিবিআই। এর আগে আদালত তরফে একাধিকবার সুজয়কৃষ্ণকে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে হাজির করানো নির্দেশ দিলেও অসুস্থতার কারণে তিনি হাজির হতে পারেননি।

প্রেসিডেন্সি জেলের তরফে আদালতকে কালীঘাটের কাকুর স্বাস্থ্য সম্পর্কিত রিপোর্ট দেওয়া হয়েছিল। এরপর শুক্রবারই আদালত জানায়, সিবিআই চাইলে সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়ার জন্য নতুন করে আবেদন করতে পারে। শনিবারই আদালতে যায় কেন্দ্রীয় সংস্থা। তদন্তের স্বার্থে সুজয়কৃষ্ণকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে আদালতে জানায় সিবিআই।

Kalighater Kaku Sujay Krishna Bhadra

আরও পড়ুন: জেলবন্দি সন্দীপের কাছে পৌঁছে গিয়েছে এই জিনিস! নয়া অভিযোগে তোলপাড় রাজ্য

সূত্রের খবর, সিবিআই স্পেশাল কোর্ট নতুন করে হাজিরার জন্য পরোয়ানা জারি করেছে। ৫ ডিসেম্বর জেল থেকে সশরীরে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করতে হবে বলে নির্দেশ আদালতের। পাশাপাশি ইডির মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে তদন্তের স্বার্থে সিবিআই হেফাজতে নিতে পারবে বলে জানিয়েছে আদালত।

প্রসঙ্গত, ইডির হাতে গ্রেফতার হয়ে সুজয়কৃষ্ণ বহুদিন প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন। সিবিআই তোড়জোড় শুরু করতেও গ্রেফতার হতে পারেন মনে করে বুধবার কলকাতা হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন সুজয়কৃষ্ণ। সেখানে সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তোলে আদালত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর