বাংলা হান্ট ডেস্ক: পঞ্চমীতেই উপচে পড়া ভিড়। বন্ধ করে দেওয়া হল শ্রীভূমি স্পোর্টিংয়ের (Sree Bhumi Sporting Club) ‘লাইট অ্যান্ড সাউন্ড’। জানা গিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা মসৃণ রাখতেই বিধাননগর পুলিশের তরফে এই ‘লাইট অ্যান্ড সাউন্ড’ (Light & Sound) বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত দু’বছর আগে বুর্জ খলিফার লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে তীব্র সমস্যার সৃষ্টি হয়। আর তা যাতে এ বছর না হয়, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তার পর নতুন করে আর বিতর্ক জড়াতে চাইছেন না শ্রীভূমির পুজো উদ্যোক্তারা। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, আগের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার আলো ও ধ্বনির খেলায় অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পরীক্ষামূলকভাবে কয়েকবার সেটি চালু করতে গিয়ে উদ্যোক্তারা জানিয়েছেন, রাস্তায় লোকজন দাঁড়িয়ে পড়ায় ভিড় বাড়ছিল। আর সেই কারণে বৃহস্পতিবার থেকে এই ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দু’বছর আগে বুর্জ খলিফার আলো ও ধ্বনির খেলা দেখে ভিআইপি রোড থেকে তুমুল যানজটের সৃষ্টি হয়। যার ফলে অষ্টমীর রাতে ওই মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেয় পুলিশ। আর এবার যাতে তা না হয়, সেই জন্যই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার মহালয়ার রাত থেকেই শ্রীভূমিতে উপচে পড়ছে ভিড়। শনি এবং রবিবার ভিআইপি রোড এবং ইএম বাইপাসে তীব্র যানজটের সৃষ্টি হয়। ষষ্ঠীর রাত থেকে শ্রীভূমিতে আরও ভিড় বাড়বে বলেই মনে করা হচ্ছে। আর তাই সেই ভিড় সামাল দিতে আগেভাগে বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তারই অঙ্গ হিসেবে এবার শ্রীভূমি স্পোর্টিং-এর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।