বিবাহিত পুরুষদের সঙ্গেও সম্পর্কে ছিলাম, কিন্তু কারোর ঘর ভাঙিনি, সোজাসাপটা সুজয়প্রসাদ

বাংলাহান্ট ডেস্ক: নভেম্বরের শেষ লগ্নে সানাই বাজার অন্ত নেই। টলিপাড়াতেও নিত্য বিয়ের মণ্ডপ সাজছে। সাত জন্মের জন্য বাঁধা পড়ছেন তারকারা। আলোর রোশনাই, মন্ত্রোচ্চারণে জমজমাট পরিবেশেও অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের (Sujoy Prasad Chatterjee) মন কিছুটা ভাবুক। বিয়ের সঙ্গে হঠাৎ করেই রূপকথার গল্পের তুলনা টেনে এনেছেন তিনি।

টলি ও টেলিপাড়ার একাধিক তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন গত কয়েক দিনে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক বিয়ের ছবি, ভিডিও। এমনি এক বিয়েবাড়িতে সম্প্রতি আমন্ত্রিত ছিলেন সুজয়প্রসাদ। ধূসর রঙের পাঞ্জাবি ও গোলাপি ধুতি পরে সেজে গিয়েছিলেন তিনি।

Sujoy prasad chatterjee

নিজের একটি ছবি শেয়ার করে বিয়ে, বন্ধুত্বের স্মৃতিচারণ করেছেন অভিনেতা। লিখেছেন, ‘বেলাশেষে’ ছবিটি মুক্তি পাওয়ার পর বিয়ের প্রচুর প্রস্তাব পেয়েছিলেন তিনি। অভিনেতার মাকে ফোন করে আদেশ, অনুরোধ উপরোধ তো ছিলই, পাশাপাশি ম্যাট্রিমনিয়াল সাইটে বিজ্ঞাপনের প্রস্তাব থেকে পাড়ার একটি মেয়েও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুজয়প্রসাদকে।

মেয়েটি বলেছিলেন, তাঁকে ছাড়া বাঁচবেন না। এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, মেয়েটিকে ডেকে বুঝিয়েছিলেন তিনি। তাঁর মতে, পুরুষদের প্রেম নিবেদনের ভাষা একটু অন্য রকম হয়। তিনি নিজে একাধিক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারোর ঘর ভাঙেননি সুজয়প্রসাদ।

অভিনেতা লিখেছেন, সেদিন বিয়েবাড়িতে রোহিণী ধর্মপালের একটি কথা তাঁকে মুগ্ধ করেছিল। কন্যা কোনো সামগ্রী নয় যে তাকে দান করা হবে। তিনি এও বলেন, মাঝে মাঝে তাঁর মনে হয় বিয়ে না হওয়ায় একটা হয়তো অসম্পূর্ণতা রয়ে গেল। কিন্তু তারপরেই মনে হয় একা তো স্রেফ একটা সামাজিক অনুষ্ঠান, এর সঙ্গে বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর