শ্যামবাজারের পর ধর্মতলা! একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিজেপির, সুকান্তর হুঙ্কার, ‘অনুমতি না দিলে…’

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় তেতে রয়েছে গোটা দেশ। একের পর এক কর্মসূচির ঘোষণা করা হচ্ছে। কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি। এবার শ্যামবাজারের ধরনা মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে কী কী কর্মসূচি ঘোষণা করলেন সুকান্ত (Sukanta Majumdar)?

আরজি করের ঘটনা (RG Kar Incident) ঘটেছে দেখতে দেখতে দু’সপ্তাহ অতিক্রান্ত। তবে প্রতিবাদের ঝাঁঝ একটুও কমেনি। এবার যেমন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলেন পদ্ম শিবিরের রাজ্য সভাপতি। এদিক শ্যামবাজারের ধরনা মঞ্চ থেকে সোমবার বাড়িতে মোম জ্বালিয়ে প্রতিবাদের কথা বলেন সুকান্ত।

   

বিজেপির (BJP) রাজ্য সভাপতির কথায়, ‘এই ঘটনার প্রতিবাদে সকল আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। প্রতিবাদকারীদের উপর অত্যাচার করা হলে অ্যাম্বুলেন্স নিয়ে পাশে থাকব। ২৮ আগস্ট থেকে ধর্মতলায় ধরনা’। সুকান্তর হুঙ্কার, পুলিশ যদি অনুমতি না দেয় তাহলে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘দোষী যেন ছাড় না পায়’! নারীসুরক্ষা নিয়ে সরব মোদী, রাজ্যগুলিকে ‘বিশেষ’ বার্তা প্রধানমন্ত্রীর!

এদিন রাজ্য মহিলা কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বালুরঘাটের বিজেপি সাংসদ। বলেন, ‘গোটা বছর রাজ্য মহিলা কমিশন ঘুমোয়। কেন্দ্রীয় প্রতিনিধি দল এলে তখন জাগে। মহিলা মোর্চার নেতৃত্বে ঘুমন্ত মহিলা কমিশনের দপ্তরের দরজায় তালা লাগানো হবে’।

আগামী ২৮ আগস্ট ধর্মতলায় ধরনা দেওয়ার পর ২৯ আগস্ট রাজ্যের নানান জেলায় জেলাশাসক দপ্তর ঘেরাও কর্মসূচির আছে বিজেপির। দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু হবে বলে খবর। এরপর ২ সেপ্টেম্বর বাংলার প্রত্যেকটি ব্লকে পদ্ম শিবিরের কর্মীদের ১ দিনের অবস্থান বিক্ষোভ এবং ৪ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে এক ঘণ্টা প্রত্যেকটি মণ্ডলে রাস্তা অবরোধ করবে গেরুয়া শিবির।

Sukanta Majumdar

এই কর্মসূচি প্রসঙ্গে সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘ওইদিন একটি গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। বাংলা এক ঘণ্টার জন্য স্তব্ধ থাকবে। বিজেপি কর্মীরা শুধুমাত্র আবশ্যিক পরিষেবায় সাহায্য করবেন’। আরজি কর কাণ্ডের প্রতিবাদে পদ্ম শিবিরের এই মেগা কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর