বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল প্রায় ২৬,০০০ চাকরি! বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (CJI Sanjiv Khanna) ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এদিন সকাল ১০:৩০ নাগাদ এই রায় দেওয়া হয়েছে। এরপরেই ফুঁসে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ‘এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী’, বলেন বালুরঘাটের সাংসদ।
চাকরিহারাদের (SSC Recruitment Scam) কী করতে হবে? বললেন বিকাশ
চাকরি বাতিলের রায় নিয়ে এদিন সুকান্ত বলেন, ‘আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে এই সিদ্ধান্ত নিয়েছে, ২৫,৭৫৩ জনের চাকরি চলে গেল, যারা ২০১৬ সাল থেকে চাকরি করছেন, পরিবার রয়েছে। আজ যোগ্য যারা, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের চাকরি চলে গেল। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাঁদের চাকরি বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ২৬,০০০ মানুষের চাকরির বলিদান দিয়ে দিল। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী’।
বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, আজ প্রায় ২৬,০০০ পরিবার যে রাস্তায় বসল, তার জন্য তৃণমূল, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ‘চ্যালাচামুন্ডা’ দায়ী, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে কয়েকজন অযোগ্যকে চাকরি পাইয়ে দিয়েছিলেন।
আরও পড়ুনঃ রামনবমীর মিছিলে অংশ নিচ্ছেন মুসলিমরাও! বিশ্ব হিন্দু পরিষদ বলল, ‘সব লোকই আসতে পারে’
যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ কেন হল না, সেই নিয়েও সুর চড়িয়েছেন সুকান্ত (Sukanta Majumdar)। বালুরঘাটের সাংসদ বলেন, ‘আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য-অযোগ্যদের পৃথকীকরণ করে দিল না? আজ মহামান্য আদালতের সামনে যদি রাজ্য সরকার পৃথকীকরণ করে দিত, তাহলে ২৫,৭৫৩ জনের চাকরি যেত না। কেবলমাত্র অযোগ্যদের চাকরি যেত, যোগ্যদের চাকরি থাকতো’।
এখানেই না থেমে বড় হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। রামনবমী মিটলেই বিজেপি এর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে পথে নামবে বলে জানান তিনি। বিজেপি সাংসদের কথায়, ‘আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের দুষ্কৃতী, জোচ্চোরদের জন্য এতগুলি পরিবার রাস্তায় বসল। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে উৎখাত করব’।
২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল নিয়ে মুখ খুলেছেন আইনজীবী তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও। তিনি বলেন, ‘দুর্নীতির সঙ্গে থাকলে তো ভবিষ্যৎ নেই। ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। এর জন্যই তো আমরা বলি, দুর্নীতিমূলক কোনও প্রক্রিয়ার সঙ্গে আপস করতে নেই। এদের উচিত রাজ্য সরকারের ঘাড় ভাঙা। বলা উচিত, তোমাদের জন্য আজ আমাদের এই দশা। পুরো দেশ জেনে গেল, এত বড় একটা দুর্নীতি হয়েছে। এই মামলার পিছনে কত কোটি টাকা খরচ হয়েছে, সেটাও বিবেচ্য হওয়া উচিত’।
উল্লেখ্য, গত বছরই দুর্নীতির কারণে ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। পরবর্তীতে জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এবার শীর্ষ আদালতের তরফ থেকেও একই রায় দেওয়া হল।