বাংলা হান্ট ডেস্কঃ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়ি ঘিরে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ভয়ঙ্কর এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয় কোচবিহার সহ রাজ্যজুড়ে। প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছিল বঙ্গ বিজেপি। এরপরই রাজভবন তরফে কড়া বিবৃতি জারি করা হয়। অন্যদিকে রাজ্যপালের বিবৃতির পরই দিনহাটা (Dinhata) যাওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করলেন বিজেপির (BJP) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন বিজেপির রাজ্য সভাপতি জানান সোমবার রাতেই দিনহাটার উদ্দেশে রওনা দেবেন তিনি। হুঙ্কার করে তিনি বলেন, ‘‘মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে।’’ জানা গিয়েছে, মঙ্গলবার দিনভর নিশীথ প্রামানিককে সঙ্গে নিয়ে দিনহাটায় ঘুরবেন সুকান্ত। শনিবারের হামলার ঘটনায় আহত বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখাও করবেন পদ্ম সৈনিক।
কেন্দ্রীয় মন্ত্রীর ওপর হামলার ঘটনায় রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বিবৃতি দিয়ে এর তীব্র নিন্দা করেছেন। পাশাপাশি নবান্নের কাছ থেকে দিনহাটা নিয়ে রিপোর্টও তলব করেছেন তিনি। রাজ্যপাল লেখেন, “যাদের হাতে দায়িত্ব রয়েছে, তাদের সংবিধানের গুরুত্ব তুলে ধরতে হবে। বাংলা চায়, প্রত্যেক পুলিশ বা প্রশাসনিক কর্তা, তারা যে দায়িত্বেই থাকুন, ভয় না পেয়ে এবং কোনও রকম পক্ষপাতিত্ব না করে তারা নিজেদের দায়িত্ব পালন করুন।’’ তার হুঁশিয়ারি, ‘‘রাজ্যের কোথাও কোনও রকম আইন-শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল নির্বাক দর্শক হয়ে থাকবেন না।’’
হামলার ঘটনায় আগে থেকেই সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির নেতারা। তবে রবিবার রাজ্যপালের কড়া বিবৃতির পরেই রাজ্য নেতৃত্বের তরফে এই ঘটনার প্রেক্ষিতে সক্রিয় কর্মসূচি গ্রহণ কড়া হল। রাজ্যেপালের বিবৃতিই কী সাহস জোগালো বঙ্গ বিজেপিকে? এই বিষয়ে সুকান্ত মজুমদার জানান, ‘‘দিনহাটায় যাওয়ার কথা আগেই ঠিক হয়েছিল। অন্য কর্মসূচি থাকার জন্য একটু দেরি হয়েছে। তবে রাজ্যপালের বিবৃতি শুধু আমাদের নয়, গোটা রাজ্যবাসীর মনেও সাহস জুগিয়েছে। রাজ্যের সাংবিধানিক প্রধান কিছু বললে তা অবশ্যই গুরুত্বপূর্ণ।’’
প্রসঙ্গত, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় কর্মসূচি ছিল নিশীথের। কিন্তু সেই স্থানে নিশীথ প্রামাণিকের গাড়ি সেখানে পৌঁছতেই উত্তেজনার সৃষ্টি হয়। কালো পতাকা দেখাতে শুরু করে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ সভাস্থলে যাওয়াকালীন আক্রমণ করা নিশীথের ওপর। তার গাড়িতে হামলা চালানো হয় পাশাপাশি নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয় বোমাবাজি ও গুলি চালানোরও অভিযোগও উঠেছিল শাসকদলের বিরুদ্ধে। এই ঘটনা নিয়েই গত দুদিন থেকে ধুন্ধুমার রাজ্যে