১০০০ অতীত! এবার অন্নপূর্ণা যোজনায় মিলবে ৩০০০ টাকা! কী করতে হবে? জানালেন সুকান্ত

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের সময় অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) কথা ঘোষণা করেছিল বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এই প্রকল্পের কথা ঘোষণা করে পদ্ম শিবির। এবার এই নিয়েই বড় ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

  • অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে কী বলেছেন সুকান্ত?

সোমবার কাটোয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ খোলেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘বিজেপি করি বলে সুকান্ত মজুমদারের সভায় এলাম, ভাষণ শুনলাম, গল্প করলাম আর বাড়ি গেলাম, এটা করলে চলবে না। আমাদের সবাইকে ১০০ জন করে সদস্য সংগ্রহ করতে হবে। তাহলে গিয়ে বাংলা ফের তার পুরনো গৌরব ফিরে পাবে’।

এরপরেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মন্তব্য করেন পদ্ম নেতা (BJP)। তিনি বলেন, ‘মহিলারা নিরাপত্তা পাবেন। সেই কারণে মহিলাদের গিয়ে বোঝান, অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পেতে হলে বিজেপির ফর্ম ফিল আপ করুন’। সুকান্তর এই মন্তব্য ঘিরেই মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক। ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে ২০০০ টাকা! কবে থেকে? এক ঘোষণায় শোরগোল বাংলায়

তাদের প্রশ্ন, কেবলমাত্র শাসকদলের অংশ হলেই সরকারি প্রকল্পের সুবিধা মিলবে, একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে এই ধরণের ঘোষণা করতে পারেন? অর্থাৎ যারা বিজেপির সদস্য হবেন না, তাঁরা এই স্কিমের সুবিধা পাবেন না? এদেশের সংবিধান অনুযায়ী কী এটা সম্ভব? যদিও পদ্ম শিবিরের দাবি, সুকান্তর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। রাজ্য সভাপতি ঠিক কী বলতে চেয়েছেন সেটা ব্যাখ্যা করে বুঝিয়েছেন তারা।

Sukanta Majumdar Annapurna Yojana

বিজেপির কথায়, তাদের দলের অংশ হলেই অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা পাওয়া যাবে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কখনও এমনটা বলেননি। উনি বলেছেন, গেরুয়া শিবিরের সদস্যপদ নিয়ে দলকে ক্ষমতায় আনতে হবে। তাহলে রাজ্যের মহিলারা ৩০০০ টাকা করে পাবেন।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর