এবার কী পঞ্চায়েত নির্বাচনে জোট বাঁধতে চলেছে রাম-বাম? সুকান্তর মন্তব্য ঘিরে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দোরগোড়ায় কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)! হাতে গোনা কিছুদিনের অপেক্ষা মাত্র। জোর কদমে পঞ্চায়েত দখলের প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। দলের ভিত শক্ত করতে মরিয়া সকলে। এরই মধ্যে ভোট পূর্বে ফের জল্পনায় রাম-বাম (BJP-CPM) জোট। কিছুদিন থেকেই বারংবার সামনে এসেছে বাম-বিজেপি জোটের জল্পনা। এবার সেই জল্পনার আগুনে আরও বেশ কিছুটা ঘি ঢাললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক বলেন, ‘নীচুতলার লোকেরা যা করার করবেন। তাঁদের উপর তো নিয়ন্ত্রণ চলে না’। আর এখানেই দানা বেঁধেছে জোর রহস্য। নিজের কথায় কিসের ইঙ্গিত দিতে চাইলেন বিজেপির সুকান্ত মজুমদার? তাহলে কি রাম-বাম জোটে আপত্তি নেই তাঁদের? তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি সভাপতি বলেন, ‘ বিজেপি কারও সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু, নীচুতলার লোকেরা যা করার করবে। তাদের উপর তো নিয়ন্ত্রণ চলে না। তবে এক্ষেত্রে কন্ট্রোল থাকবে বিজেপির হাতে’। কার্যতই একথায় তিঁনি বুঝিয়ে দিলেন নীচুতলায় জোট হলে তাঁদের কোনও আপত্তি নেই তাতে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিকবার দেখা গিয়েছে রাম-বাম জোট। নন্দকুমার থেকে মহিষাদল, মিলেমিশে একাকার হয়ে গেছে লাল-গেরুয়া রং। কিন্তু, তা নিয়ে দলের কর্মীদের হুঁশিয়ারি দিতেও শোনা গেছে লাল বাহিনীর হেভিওয়েট নেতাদের। তবে কোথায় কী! এরপরও রাস্তায় বেরিয়েছে রাম-বাম মিছিল।

cpm bjp flag

এই আবহেই বিজেপি নেতার মন্তব্যে আরও যেন বেশ কিছুটা স্পষ্ট হল ইঙ্গিত। তবে কি সত্যিই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জোটের পথে হাটতে চলেছে রাম- বাম শিবির? সেই নন্দকুমারকেই মডেলই ফলো করবে বিরোধীরা? সুকান্তর এদিনের মন্তব্যের পর শুরু জোর জল্পনা। উল্লেখ্য, সম্প্রতি নন্দীগ্রামে দাঁড়িয়ে বামেদের প্রশংসা শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও। শিশির পুত্রকে বলতে শোনা গিয়েছিল ‘নন্দীগ্রামের হিন্দু বামেরা ভোট দিয়েছেন বলেই আমি জিতেছি। বামপন্থীরা সবাই খারাপ নয়। আমাদের সঙ্গে অনেক বামপন্থীরাই এসেছেন’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর