CBI ইস্যুতে বিস্ফোরক সুকান্ত! দিলীপের সুরে সুর মিলিয়ে বেফাঁস মন্তব্য BJP রাজ্য সভাপতির

বাংলা হান্ট ডেস্কঃ অতীতে বাংলায় সিবিআইয়ের (CBI) ভূমিকা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য ছুড়ে দিয়েছিলেন বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্বের ক্ষোভের মুখেও পড়তে হয় তাঁকে আর সেই বিতর্ক থামতে না থামতে পুনরায় একবার সিবিআইকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সিবিআইয়ের ভূমিকা নিয়ে যে তিনি সন্তুষ্ট নন, তা এদিন সুকান্তবাবুর কথাবার্তাতেই স্পষ্ট।

উল্লেখ্য, সম্প্রতি বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে গরু পাচার এবং অন্যান্য একাধিক মামলায় তদন্ত করে চলেছে সিবিআই। বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতারও করেছে তারা। তবে এর মাঝেও তদন্তকারী অফিসারদের ভূমিকা যে যথেষ্ট নয়, সে বিষয়ে মত প্রকাশ করেন দিলীপ ঘোষ আর এবার তাঁর সুরেই সুর মেলালেন সুকান্ত মজুমদার।

গতকাল কাঁচরাপাড়ায় উপস্থিত হয়ে BJP রাজ্য সভাপতি বলেন, “ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই যদি দ্রুত কাজ করত, তবে খুশি হতাম। অনেকদিন হয়ে গিয়েছে। এক বছরের ওপর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত খুব বেশি গ্রেফতার হয়নি। তদন্তের গতি আরো দ্রুত করা উচিত। তবেই খুশি হব।”

সম্প্রতি, বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিবিআইয়ের ‘সেটিং’ তত্ত্বে বেফাঁস মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআইয়ের বহু অফিসার বর্তমানে বিক্রি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওদের সেটিং হয়ে গিয়েছে। সেই জন্য তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ধীর হয়ে গিয়েছে। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই অত্যন্ত ধীরে কাজ করছে। সেই জন্যই কেন্দ্রের তরফ থেকে ইডিকে পাঠানো হয়েছে।” তাঁর এই মন্তব্যের পর বঙ্গ রাজনীতিতে সৃষ্টি হয় বিস্তর জল্পনা। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দিলীপ ঘোষকে সতর্ক করে দেওয়া হয় বলে জানা গিয়েছে আর এবার সুকান্ত মজুমদারের অসন্তোষ প্রকাশ দলের অন্দরে বিতর্কের সৃষ্টি করবে বলেই মত বিশেষজ্ঞদের।

তবে অপরদিকে আবার সিবিআই এবং ইডির তৎপরতার পিছনে বিজেপির হাত রয়েছে বলেই দাবি করে আসছে শাসকদল। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে অন্যান্য একাধিক স্থানে মামলা করা হয়েছে। সিবিআই শুধু বিজেপি নেতাদের কথা মেনে চলেছে। এতে ওদের বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।”

sukanta majumdar 1

এরপরই তিনি বলেন, “শুধুমাত্র শাসক দলের নেতা মন্ত্রীদের টার্গেট করা হচ্ছে। এক্ষেত্রে বিজেপির নেতারা জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি সম্প্রতি শুনলাম, বিজেপিতে নাকি আমার জন্য জায়গা রাখা হয়েছে। তার মানে যদি আমি তৃণমূলে থাকি, তবে খারাপ আর বিজেপিতে গেলেই ভালো হয়ে যাব। আসলে ওদের দলে গেলে কারোর বিরুদ্ধে কোনরকম সমালোচনা করা হবে না। এটা অত্যন্ত অনুচিত।”


Sayan Das

সম্পর্কিত খবর