বাংলা হান্ট ডেস্কঃ ‘যোগ্যতার থেকেও বিশ্বাসযোগ্যতা বেশি গুরুত্বপূর্ণ’, সম্প্রতি বিজেপি (Bharatiya Janata Party) সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রসঙ্গ উল্লেখ করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তবে তাঁর সেই মন্তব্য যে বুমেরাং হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। সুকান্তবাবুর এহেন মন্তব্যের জেরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা বাংলায়। এমনকি কটাক্ষ করেছে শাসকদলও।
উল্লেখ্য, গতকাল ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগদান করার মাধ্যমে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বেশ কয়েকটি বিষয়ে মন্তব্য প্রকাশ করেন।
এক্ষেত্রে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সম্প্রতি একটি মন্তব্যেরর পরিপ্রেক্ষিতে বক্তব্য প্রকাশ করতে গিয়ে মোদী প্রসঙ্গ তুলে ধরেন সুকান্ত। তিনি বলেন, “যোগ্যতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসযোগ্যতা। সেই কারণেই আমরা চা-ওয়ালাকে প্রধানমন্ত্রী করে তা প্রমাণ করেছিলাম।” তবে সুকান্ত মজুমদার এহেন বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্যতা নিয়েই যে প্রশ্ন তুলে দিলেন, তা হয়তো সম্ভবত কল্পনা করতে পারেননি তিনি নিজেও!
সুকান্তর এই মন্তব্যের দরুণ ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়ে পড়েছে সর্বত্রম এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দেশে একের পর এক সব বিক্রি হয়ে যাচ্ছে। পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষ দুর্ভোগের শিকার। সেই পরিস্থিতি দেখেই উনি এসকল মন্তব্য করেছেন।”
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য নেতৃত্বকে উদ্দেশ্য করে আক্রমণ শানান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি জানান, “দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী ছাড়া আর কাউকে যোগ্য বলে তিনি মনে করেন না।” ফলে ঘুরিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকেই ‘অযোগ্য’ বলে কটাক্ষ করেন তিনি আর তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোদী প্রসঙ্গ তুলে ধরতে গিয়ে এবার সেই বিতর্ক আরো বাড়িয়ে তুললেন সুকান্তবাবু।