BJP নেতা থেকে হয়েছিলেন ভিক্ষুক! সেই ইন্দ্রজিৎ সিনহার জন্য এবার সাহায্যের হাত বাড়ালেন সুকান্ত

বাংলা হান্ট ডেস্কঃ এক সময়ের দাপুটে বিজেপি (BJP) নেতা ছিলেন ইন্দ্রজিৎ সিনহা ওরফে ‘বুলেট দা’। মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয় বর্গীয়দের মতো হেভিওয়েট নেতা মন্ত্রীদের সাথে ওঠাবসা ছিল তাঁর। সেসময় প্রভাব-প্রতিপত্তি,টাকা-পয়সা কোনো কিছুরই অভাব ছিল না তাঁর। কিন্তু বর্তমানে কোনো ক্ষমতাই নেই তাঁর। এখন দিন কাটছে ভিক্ষা করে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

বিজেপি (BJP) নেতাকে সাহায্যের হাত বাড়ালেন সুকান্ত মজুমদার

একসময় পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি আমন্ত্রিত সদস্য, রাজ্য স্বাস্থ্য পরিসেবা সেল ইনচার্জ, শ্যামাপ্রসাদ মুখার্জী স্বাস্থ্য মিশনের সভাপতি- এমনই একগুচ্ছ পদের অধিকারী ছিলেন ইন্দ্রজিৎ বাবু। ভাগ্যের এমনই পরিহাস, বর্তমানে সব হারিয়ে পথের ভিখারি’তে পরিণত হয়েছেন তিনি। পাশ দিয়ে চলে গেলেও এখন অনেকে চিনতে পর্যন্ত পারেন না তাঁকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই বিজেপি নেতার করুণ পরিণতির কথা। শারীরিক এবং মানসিক কোন দিক দিয়েই আর আগের মতো নেই তিনি। সময় এবং পরিস্থিতি তাঁকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এখন তারাপীঠ মহাশ্মশানে ভিক্ষা করেই দিন কাটছে তাঁর।

জানা যাচ্ছে, ইন্দ্রজিৎ বাবুর শরীরে বাসা বেঁধেছে রোগ। গলায় একটা টিউমার ধরা পড়েছে তাঁর। চিকিৎসা করার জন্য প্রয়োজন মোটা টাকার। সেই সব চিন্তাভাবনা থেকেই মানসিকভাবে ব্যাপক ভেঙে পড়েছেন তিনি। বিজেপি নেতার এই করুণ পরিণতির কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তারাপীঠের ব্যবসায়ী সাগর মন্ডল।

আরও পড়ুন: আজ যে রাজা কাল সে ফকির! একসময়ের বঙ্গ BJP পদাধিকারী আজ রাস্তার ভিক্ষুক

সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই পোস্ট ইতিমধ্যে নজরে এসেছে বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বদের। ইন্দ্রজিৎ সিনহার কথা জানতে পেরে এবার ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সভাপতি সুকান্ত মজুমদারও একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে সর্বোতভাবে সাহায্য করার কথা জানিয়ে দিলেন। 

গতকাল একটি ফেসবুক পোস্টে ইন্দ্রজিৎ সিনহার ছবি শেয়ার করে নিয়ে সুকান্তবাবু লিখেছেন, ‘মাননীয় শ্রী ইন্দ্রজিৎ সিনহা মহাশয় ভারতীয় জনতা পার্টি (BJP) পশ্চিমবঙ্গের একজন কর্মঠ এবং পুরনো কর্মী। সম্প্রতি সামাজিক মাধ্যমে আমার সহকর্মীদের একাধিক পোস্ট থেকে তাঁর বর্তমান করুণ পরিস্থিতির বিষয়টি জানতে পেরেছি।’

সাহায্যের কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘ইতিমধ্যেই বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় ধ্রুব সাহা মহাশয়ের সঙ্গে ইন্দ্রজিৎবাবুর বিষয় নিয়ে কথা বলেছি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের সভাপতি হিসেবে বীরভূম জেলা নেতৃত্বকে অতি দ্রুত ওনার পাশে দাঁড়িয়ে সর্বতোভাবে সহযোগিতা করার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এর পুরো পরিবার ওনার পাশে সর্বদা রয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর