গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সকাল থেকেই ছিলেন গৃহবন্দি

বাংলাহান্ট ডেস্ক : কিছুক্ষণ আগেই ট্যুইটারে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। সেই ব্যবস্থা কী তিনি সত্যিই নিতে চলেছেন? জানা যাচ্ছে, তৃণমূল নেত্রীর নির্দেশেই নাকি বাড়ির মধ্যে একরকম আটকে রাখা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে!

শনিবার সকালে এমনই অভিযোগ করেছেন সুকান্তবাবু নিজেই। তাঁর নিউটাউনের বাড়িতেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন সকালে একটি ট্যুইট করে তিনি অভিযোগ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের বিশাল বাহিনী তাঁকে বাড়িতে আটক করে রেখেছে।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওই ট্যুইটে আরও লেখেন, ‘দিদি, রাজ্যে যারা সম্পত্তি ধ্বংস করছে এবং শান্তি ভঙ্গ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার! বিজেপি নেতাদের গৃহবন্দি করাটা কোনও ব্যবস্থা নেওয়া নয়।’ সুকান্তবাবু আরও অভিযোগ করেন, দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসন। আর তাতেই আগুনে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে। এরপর সুকান্তবাবু নিউটাউনের বাড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলে তাঁকে হুগলি সেতুর টোলপ্লাজায় গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার  একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার জন্য নিউটনের বাড়ি থেকে রওনা দেওয়ার সময়ই তাঁকে আটকে দেয় ইকোপার্ক থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে সুকান্ত মজুমদারকে বলা হয় বাড়িতে থেকে বেরোতে হলে তাঁকে নাকি লেখা স্বীকারোক্তি দিয়ে বেরোতে হবে। তিনি তীব্র বিরোধ করেছেন পুলিশের এই ব্যবহারে। অন্যদিকে আটক করা হয়েছে অপর বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেও। বিজেপি নেতাদের অভিযোগ দুষ্কৃতিদের আইনের আওতায় না এনে পশ্চিমবঙ্গ পুলিশ বিরোধী নেতা কণ্ঠ রোধ করতে ব্যস্ত।


Sudipto

সম্পর্কিত খবর