বাংলা হান্ট ডেস্ক : বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ে দুর্ঘটনার ঘটনায় তুলকালাম রাজ্য রাজনীতি। নিজের কর্মসূচি সেরে ফিরছিলেন বাইপাস ধরে। বেলেঘাটা এলাকায় তাঁর কনভয়ে ধাক্কা মারে একটি গাড়ি। ঘটনার আকস্মিকতায় থমকে যায় গোটা কনভয়। মুহুর্তের মধ্যেই পদক্ষেপ করে কলকাতা পুলিস।
বাংলা হান্টের এক্সক্লুসিভ ফুটেজে দেখা যাচ্ছে নিজের গাড়িতে বসে রয়েছেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কনভয়ে থাকা একটি গাড়িকে আঘাত করে অপর একটি গাড়ি। কলকাতা পুলিসের পক্ষ থেকে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই দুর্ঘটনায় সুকান্তবাবুর কোনও ক্ষতি হয়নি বলেই খবর।
Breaking @DrSukantaBJP গাড়িতে ধাক্কা,অল্পের জন্য রক্ষা @BJP4Bengal pic.twitter.com/Ag5fKOtKgN
— Bangla Hunt (@BanglaHunt) April 21, 2023
এর আগে গতবছর আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে একই ভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি। জানা যায়, কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর কনভয়। আর বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কনভয়ে থাকা একটি গাড়ির। যদিও সেই গাড়িতে শুভেন্দু ছিলেন না। সামনে থাকা পেট্রোল পাম্পে ধাক্কা লাগে। তখনই গাড়িটির সামনের চাকা খুলে বেরিয়ে যায়। এই দুর্ঘটনার জেরে শুভেন্দুর দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছিলেন বলে খবর।
এর আগে ১ জুলাই কাঁথির বাড়ি থেকে বেরিয়ে একটি রথ যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে শুভেন্দু তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন। সেই সময় আচমকা একটি ট্রাক তাঁর দেহরক্ষীর গাড়িতে ধাক্কা দিয়েছিল। আঘাত পেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল গাড়িটি। অল্পের জন্য রক্ষা পেয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়িটি।
একাধিকবার রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের কনভয় দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় চাপা গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পদ্ম শিবির থেকে দাবি করা হয়, এতগুলি দুর্ঘটনার পিছনে প্রচ্ছন্ন মদত রয়েছে তৃণমূলের। একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস থেকে বাঁচতেই এই রকম ঘৃণ্য চক্রান্ত করছে বাংলার শাসক দল। এমনই মনে করছেন বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ।