বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘিরে বারেবারে কাঠগড়ায় উঠে আসছে রাজ্য সরকার। ব্যাপক দুর্নীতি ঘিরে চাকরি হারিয়ে আজ কার্যত সর্বহারা পরিস্থিতি শিক্ষকদের একটা বড় অংশের। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। পরবর্তীতে রায়ে কিছু সংশোধন এনে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিকে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবি তুলে কিছুদিন আগে পর্যন্তও রাস্তায় ছিলেন শিক্ষকরা। এবার দুর্নীতি নিয়ে ফের সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
পশ্চিমবঙ্গ থেকে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিল সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)
রাজ্যের পরিস্থিতি যখন এমন টালমাটাল, তখনই বড় উদ্যোগ নিল কেন্দ্র। রোজগার মেলায় পশ্চিমবঙ্গের চাকরিপ্রাপক যুবক যুবতীদের হাতে উঠল নিয়োগপত্র। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। কিন্তু সমগ্র দেশে যখন মোট ৫১ হাজার যুবক যুবতী চাকরির নিয়োগপত্র পেলেন, সেখানে বাংলায় সংখ্যাটা দাঁড়াল মোটে ৪৪৩ জন।
রাজ্য সরকারকে কটাক্ষ সুকান্ত মজুমদারের: শনিবার কেন্দ্রের আয়োজিত পঞ্চদশ রোজগার মেলায় মোট ৫১ হাজার যোগ্য চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র। প্রাসঙ্গিক ভাবে এই রোজগার মেলা আয়োজিত হল এমন সময়ে যখন রাজ্যের শিক্ষার পরিস্থিতি রীতিমতো উত্তাল। কিন্তু বাংলায় চাকরিপ্রাপকদের সংখ্যাটা মোটে ৪৪৩ এ থেমে থাকায় আবারও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
আরো পড়ুন : সিন্ধু জল চুক্তির পর এবার নজরে বাংলাদেশের গঙ্গা জল চুক্তি? এক ঢিলে দুই পাখি মারার দাবি বিজেপি সাংসদের
সরকারি চাকরির প্রতি হারাচ্ছে আস্থা: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ সরকারি চাকরির প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। আর এর জন্য দায়ী রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি। সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, পশ্চিমবঙ্গে নিয়োগ ঘিরে বিগত কয়েক বছরে যত দুর্নীতি হয়েছে তার জন্য সরকারি চাকরির প্রতি আস্থা হারিয়ে ফেলছে রাজ্যের মানুষ। এমনকি কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষাতেও তুলনামূলক কম বসছেন তারা।
আরো পড়ুন : বলিউডের সবথেকে ‘দামি’ প্রোজেক্ট, মে-র শুরুতেই বড় ঘোষণা ‘রামায়ণ’ নিয়ে
যদিও কেন্দ্রের মন্ত্রীর এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া পালটা বিজেপির কোর্টে বল ঠেলে কটাক্ষ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই হিসেবে এখন তো দেশে আর বেকার থাকার কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়েই তাঁর বক্তব্য, বিজেপি চাকরি দেয় না, ‘খায়’।