গেরুয়া পতাকা রাখার ‘অপরাধে’ রামনবমীর রাতে হিন্দুদের উপর হামলা! ভিডিও পোস্ট করে বড় চ্যালেঞ্জ সুকান্তর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হল রামনবমী। রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে রামনবমীর (Rama Navami) মিছিল বেরোয়। বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটলেও মোটের উপর শান্ত ছিল পরিস্থিতি। শাসক-বিরোধী উভয়ের অংশগ্রহণে গেরুয়া রঙে ছেয়ে যায় বাংলা। রাম-ময় হয়ে ওঠে গোটা রাজ্য। তবে এরই মধ্যে উঠল হিন্দুরের (Hindus) উপর আক্রমণের অভিযোগ। এই নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা সুকান্তর-Sukanta Majumdar

ঠিক কি অভিযোগ? গেরুয়া সাংসদের অভিযোগ, রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় হিন্দুদের আক্রান্ত হতে হয়। তাদের অপরাধ, গৈরিক ধ্বজ গাড়িতে রাখা। এই কারণে একাধিক গাড়িতে চলে ভাঙচুর। অভিযোগ গেরুয়া পতাকা রাখার জন্য পাথর ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়। বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী।

ঘটনার এক ভিডিও শেয়ার করে ফেসবুকে সুকান্তবাবু লিখেছেন, ‘রামনবমীর শোভাযাত্রা থেকে ফেরার পথে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এলাকায় ব্যর্থ মুখ্যমন্ত্রীর দ্বারা লালিত-পালিত শান্তিবাহিনীর হাতে বর্বরোচিতভাবে আক্রান্ত হতে হলো হিন্দুদের! গৈরিক ধ্বজ গাড়িতে রাখার অপরাধে পাথর ছুঁড়ে ভেঙে ফেলা হলো গাড়ির কাঁচ। ভাঙচুর করে একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হলো।’

https://www.facebook.com/reel/2038007903389700

অভিযোগ, সেই সময় স্পটে পুলিশ থাকা সত্ত্বেও কোনো হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে নি। সুকান্ত লেখেন, ‘অথচ সামনে নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোষণকারী মুখ্যমন্ত্রীর কাপুরুষ পুলিশ বাহিনী সব কিছু দেখেও ব্যবস্থা নিতে সমর্থ হলো না!’

এরপরই সুকান্তর হুঙ্কার, ‘আজ রামনবমীতে পশ্চিমবঙ্গের ঐক্যবদ্ধ বাঙালি হিন্দুর গর্জনে তোষণসর্বস্ব মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং তাঁর পোষণ করা ‘শান্তিবাহিনী’ কতটা আতঙ্কে এটা তার স্পষ্ট প্রমাণ! আমরা কলকাতার হিন্দুদের আজকে কথা দিচ্ছি, পরের বছর পার্ক সার্কাসের ওই একই এলাকায় রামনবমীর বিশাল শোভাযাত্রা বের হবে।’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আবহাওয়ার বড় বদল দক্ষিণবঙ্গে! আজ ভিজবে এই সব জেলা: আবহাওয়ার খবর

গেরুয়া সাংসদের হুঁশিয়ারি, ‘আজকে যে মেরুদণ্ডহীন পুলিশবাহিনী হিন্দুদের আক্রান্ত হতে দেখেও নির্লজ্জের মতো নির্বাক হয়ে রইলো, সেই একই পুলিশ বাহিনী আগামী বছর ওই মিছিলে পুষ্প বর্ষণ করবে, আমরা নিশ্চিত করে দেবো।’

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X