বাংলাদেশ সেনার জন্য বাংলার সিভিকই কাফি! ‘৪ দিনে কলকাতা দখলে’র পাল্টা ধুয়ে দিলেন সুকান্ত

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ (Bangladesh)। সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনার আঁচ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই আবহে সম্প্রতি এক বাংলাদেশি সংবাদমাধ্যমের কাছে ওপার বাংলার এক ব্যক্তি ৪ দিনে কলকাতা দখলের দাবি করেন। এবার এর পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ‘বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট’, বলেন পদ্ম নেতা।

  • ‘৪ দিনে কলকাতা দখলে’র পাল্টা হুঙ্কার সুকান্ত (Sukanta Majumdar)

ওপার বাংলার পরিস্থিতি নিয়ে সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন বালুরঘাটের বিজেপি (BJP) সাংসদ। সুকান্ত বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়ানক। বাংলাদেশি হিন্দুরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে ওখান থেকে যারা হুমকি দিচ্ছেন, তাঁরা কোনও সরকারি পদে নেই। তাঁদের কোনও ক্ষমতা নেই’।

এরপরেই ‘৪ দিনে কলকাতা দখলে’র হুঁশিয়ারি নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না! বাংলাদেশ সেনার জন্য কলকাতার সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট। ওরাই আটকে দেবে। ভারতবর্ষের সৈন্য শক্তি সম্বন্ধে ওদের কোনও ধারণা নেই। ভারতের হাতে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা আছে’।

আরও পড়ুনঃ সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে ২৫,০০০ করে! বিরাট উদ্যোগ রাজ্য সরকারের

এদিকে সম্প্রতি ওপার বাংলার এক সংবাদমাধ্যমের কাছে ‘৪ দিনের কলকাতা দখলে’র (Kolkata) হুঁশিয়ারি দেন সেখানকার এক ব্যক্তি। বাংলাদেশের এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকেই জানা গিয়েছে সেকথা। নিজেকে বাংলাদেশ সেনার প্রাক্তন সদস্য হিসেবে দাবি করে কার্যত ‘হুমকি’ দেন ওই বৃদ্ধ।

Sukanta Majumdar

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তিনি বলেন, ‘আমি মেজর শরিফ। আমি বলে দিচ্ছি ভারতকে যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি … আমরা ২ লক্ষ সৈনিক। আমাদের সঙ্গে ১৮ কোটি জনগণ রয়েছে। আমাদের প্রশিক্ষণ, দক্ষতা ভারতবর্ষের চেয়ে অনেক বেশি। আমরা একবার সাহস করে… আমাদের দেশকে যুদ্ধ … আমরা ৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব’। এবার এরই পাল্টা দিলেন সুকান্ত (Sukanta Majumdar)। ভারতের হাতে পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা থাকার দাবি করার পাশাপাশি বাংলাদেশ সেনার জন্য কলকাতা সিভিক ভলেন্টিয়াররাই কাফি বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর