বাংলা হান্ট ডেস্কঃ বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে (MP Sukanta Majumdar) হেনস্থার অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। তার ভিত্তিতেই এবার অ্যাকশনে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি (Loksabha Privileges Committee)। গেরুয়া সাংসদকে হেনস্থার ঘটনায় বাংলার ডিজিপি রাজীব কুমার-সহ তিন পুলিশকর্তাকে তলব করল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। ডেকে পাঠানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক এবং উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎকুমার দ্বিবেদীকেও। ডিজি সহ তিনজন আইপিএস আর দুজন আইএএসকে এবার মুখোমুখি হতে হবে প্রিভিলেজ কমিটির।
বেশ কিছুদিন ধরে স্থানীয় তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালির মানুষজন। সন্দেশখালিতে মহিলাদের উপর ক্রমাগত নির্যাতনের অভিযোগ উঠেছে ‘প্রভাবশালী’ তৃণমূল নেতা শেখ শাহাজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এদিকে মহিলা নির্যাতনের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে সকলে।
সন্দেশখালির মা-বোনেদের পাশে দাঁড়িয়ে জোরদার আন্দোলন শুরু করেছে বিজেপি। বুধবার সরস্বতী পুজোর দিন সেই সন্দেশখালি যাওয়ার পথেই সুকান্তকে বাধা দেয় পুলিশ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের সাথে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত। তড়িঘড়ি সাংসদকে ভর্তি করা হয় হাসপাতালে।
এই ঘটনার পরই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে বৃহস্পতিবার লিখিতভাবে অভিযোগ জানান। সাংসদের অভিযোগ ছিল, ‘সন্দেশখালি যেতে বসিরহাট ও টাকিতে তাকে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। এমনকী অসুস্থ হওয়ার পরও পুলিশ হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়।’ এমনকী তার প্রাণ সংশয় হতে পারে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: প্রয়াত তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি, না ফেরার দেশে প্রবীণ রাজনীতিক
পুলিশের বিরুদ্ধে হেনস্থার পাশাপাশি দুর্ব্যবহারের মত বিস্ফোরক অভিযোগ তোলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত। বিজেপি সাংসদের অভিযোগ জমা পড়তেই ডিজি সহ তিন পুলিশকর্তাকে হাজিরার নির্দেশ সংসদীয় কমিটির। সূত্রের খবর, আগামী সোমবার সকাল সাড়ে দশটায় সংসদের বিশেষাধিকার কমিটির কাছে তিন আইপিএসকেই নোটিস পাঠানো হয়েছে। পুলিশকর্তারা যাতে সঠিক সময় সঠিক স্থানে পৌঁছে যান, তা নিশ্চিত করতে লোকসভার সচিবালয় থেকে চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।