জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুন! মুখ্যমন্ত্রীকে ফালাফালা আক্রমণ সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। ন্যায়বিচারের দাবিতে দিকে দিকে চলছে প্রতিবাদ। তরুণী ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে শিউড়ে উঠেছে গোটা দেশ। এসবের মাঝে জয়নগরে এক ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

  • জয়নগরের ঘটনার পর মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্তর (Sukanta Majumdar)

কুলতলির কৃপাখালি নিবাসী ওই নাবালিকার পরিবার জানাচ্ছে, গতকাল দুপুরে জয়নগরের (Jaynagar) মহিষমারিতে সে টিউশন পড়তে যায়। সন্ধেবেলা না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার। এরপর রাতে বাড়ির কাছের একটি জলাজমি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার নিথর দেহ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই বালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগরের মহিষমারি। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ করা হয়। সেই সঙ্গেই পুলিশকে কার্যত ধাওয়া করে লাঠিপেটা করেন উত্তেজিত জনতা। মহিষমারি পুলিশ (Police) ক্যাম্পে ঢুকে ভাঙচুরও করা হয় বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে জয়নগর নিবাসী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ’২২ নভেম্বর…’! পাঁচ মাস ধরে শিক্ষিকাদের বেতন বন্ধ! মামলা হতেই বিরাট নির্দেশ হাইকোর্টের

এদিকে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শনিবার সকালে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, ‘স্তম্ভিত! শিহরিত! কুলতলি থানা এলাকার কৃপাখালি এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা চতুর্থ শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করেন ছোট্ট মেয়েটির নিথর দেহ’।

Sukanta Majumdar on Jaynagar rape murder case

এরপরেই সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন পদ্ম নেতা। সুকান্ত (Sukanta Majumdar) লেখেন, ‘মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের! আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে!! ছিঃ!’


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর