ভোট কাটুয়া, ৬-৮% ভোট কেটে তৃণমূলকে জেতাচ্ছে! বামেদের তোপ সুকান্তর

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের দিনই হঠাৎ করে চাঞ্চল্যকর দাবি করে বসলেন বিজেপির (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷ তিনি এদিন সিপিএম (Communist Party of India) ও তৃণমূলের (Trinamool Congress) মধ্যে বোঝাপড়ার দিকেই ইঙ্গিত করলেন৷ বললেন সিপিএম ভোট পেয়ে তৃণমূলের সুবিধা করে দিচ্ছে৷ আর তাতেই রাজনৈতিক মহলে পড়ে রীতিমতো হইহই পড়ে গিয়েছে।

উত্তর দিনাজপুরের ইটাহারে মঙ্গলবার ঝটিকা সফরে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ আর সেই সফরেই দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি৷ গণনা কেন্দ্রে দলীয় কর্মীদের কী ভাবে কাজ করতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি, কর্মীদের মনোবল চাঙ্গা করতে তাঁদের ভোকাল টনিকও দেন৷ তিনি কর্মীদের বলেন, ভোট গণনার শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকতে হবে৷ কোনও ভাবেই গণনা কেন্দ্রে ছেড়ে যাওয়া যাবে না৷

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের ফলে প্রথম স্থানে অবশ্যই রয়েছে তৃণমূল৷ দ্বিতীয় স্থান নিয়ে প্রথম থেকেই তুমুল লড়াই চলছে৷ কখনও সেই দ্বিতীয় স্থানে উঠে আসছে বিজেপি, কখনও আবার বাম-কংগ্রেস-আইএসএফ মিলিত ভাবে দ্বিতীয় স্থানে উঠে আসছে৷

sukanta flg

এবার সেই সমীকরণ দেখেই রাজনৈতিক মন্তব্য করলেন সুকান্ত মজুমদার৷ তিনি বললেন, ‘সিপিএম ৬-৮% ভোট পেয়ে তৃনমুল কংগ্রেসকে জিতিয়ে দিচ্ছে। যেমনটা আমরা বলেছিলাম, সিপিএমকে ভোট দিলে তৃনমুলের সুবিধা হবে, তেমনটাই দেখা যাচ্ছে।’

এখনও পর্যন্ত যতটুকু ফল ঘোষণা হয়েছে, তাতে গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ আসনে এগিয়ে আছে তৃণমূল৷ কোথাও কোথাও তৃণমূলের প্রার্থীরা-সমর্থকরা সবুজ আবির নিয়ে মেতে উঠেছেন জয়োল্লাসে৷ এখনও পর্যন্ত তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকবে, সে কথা বলাও চলে৷ গ্রাম পঞ্চায়েতের হিসাবে বেশ কিছুটা এগিয়ে এসেছে বাম-কংগ্রেস জোটও৷

Sudipto

সম্পর্কিত খবর