কয়েক হাজার কোটি টাকা নয়ছয়! মিড ডে মিল দুর্নীতির দিকে নজর সুকান্তর, চাপে রাজ্য?

বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুর্নীতি ইস্যুতে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। এর মধ্যে বহু মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলির হাতে। মোদী ৩.০ সরকার গঠনের পরেই যেমন শিরোনামে উঠে এসেছে মিড ডে মিল দুর্নীতি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতেই এই নিয়ে তৎপর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

মিড ডে মিল দুর্নীতি (Mid Day Meal Scam) নিয়ে বহুদিন ধরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) নিশানা করে আসছে BJP। গত নভেম্বরে যেমন এই নিয়ে সুর চড়িয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (বর্তমানেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী) ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন, বাংলায় (West Bengal) মিড ডে মিলে প্রায় ৪ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।

একইসঙ্গে সংসদে জানান, এই নিয়ে কেন্দ্রের তরফ থেকে সিবিআই (Central Bureau of Investigation) তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই তদন্তের স্ট্যাটাস কী, সেটাই জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। জানা যাচ্ছে, ইতিমধ্যেই নিজের মন্ত্রকের আধিকারিকদের এই নিয়ে CBI-কে চিঠি লেখার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ জুলাই থেকে শুরু সমীক্ষা! আবাস যোজনা নিয়ে কোমর বেঁধে নামছে রাজ্য সরকার

দিন কয়েক আগেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সুকান্ত। এরপরেই বাংলার মিড ডে মিল কেলেঙ্কারি নিয়ে তৎপর তিনি। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই নিয়ে চিঠি দিতে চলেছে তাঁর মন্ত্রক।

উল্লেখ্য, বাংলায় মিড ডে মিল দুর্নীতি নিয়ে কেন্দ্রের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও সুর চড়িয়েছিলেন। তবে তৃণমূলের তরফ থেকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। উল্টে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন। এবার লোকসভা ভোট মিটতেই এই দুর্নীতির অভিযোগের তদন্তের স্ট্যাটাস জানতে চাইলেন সুকান্ত।

Sukanta Majumdar wants to know the development of Bengal Mid Day Meal scam investigation

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমার হাতে যেহেতু শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে, তাই আমি এই রাজ্যের পাহাড়সম দুর্নীতি ইস্যুতে সরব হব। শিক্ষাক্ষেত্রে নানান দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাঁরা যাতে শাস্তি পান, সেটাই আমার প্রধান লক্ষ্য হবে’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর