বাংলা হান্ট ডেস্কঃ বুধবারই জমি দুর্নীতির মামলায়, গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং ‘INDIA’ জোটের শরিক JMM-এর প্রধান হেমন্ত সোরেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতারির ঠিক আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন তিনি। খোদ এক রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রেফতারির ঘটনায় উত্তাল জাতীয় রাজনীতি। বৃহস্পতিবার এই ইস্যুতেই সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
এদিন দিল্লিতে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। সেখানেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর গ্রেফতারির প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘আশা করি হেমন্ত সোরেনের গ্রেফতারি কিছু মানুষের চোখ খুলে দিয়েছে। কেউ মুখ্যমন্ত্রী হলেও তিনি গ্রেফতার হতে পারেন।’
হেমন্ত সোরেনের গ্রেফতারির পর তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হেমন্তের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য চম্পাই সোরেন। এদিন রাজধানীতে দাঁড়িয়ে সেই প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলব, চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে।’গেরুয়া সাংসদের এই মন্তব্যের পরই তার পাল্টা দিয়েছে তৃণমূল।
সুকান্ত ও বিজেপিকে একজোটে তোপ দেগে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “এ সব থেকে বোঝা যায়, ওনারা কতটা নারীবিদ্বেষী।” পূর্বে একাধিক সময়ে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেছেন বিজেপি নেতারা। সেই প্রসঙ্গ তুলে শান্তনু বলেন, “নরেন্দ্র মোদী ‘দিদি ও দিদি’ বলে ডাকেন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে বারমুডা পরতে বলেন। সুকান্ত মজুমদারও এর আগে মুখ্যমন্ত্রীর বিষয়ে কুত্সা করেছিলেন। ওনারা যত বেশি এইসব করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ৰতি বাংলার মানুষের আশীর্বাদ ও সমর্থন তত বাড়বে।”
আরও পড়ুন: গরম বিরিয়ানি বিলি শুরু হতেই একি কাণ্ড! ফাঁকা হয়ে তৃণমূলের সভা, রাগে সভাস্থল ছাড়লেন চন্দ্রিমা
ওদিকে গতকাল বৃহস্পতিবার নদিয়ার শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি ছিল মমতার। সেখান থেকেই কারও নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভয় দেখিয়ে ভারতবর্ষে সবাইকে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পোরে আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব।’ মমতা আরও বলেন, ‘‘নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে ভরছেন?আমরা সব চোর? আর আপনারা কী সাধু? সব চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে আবার বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আজ ক্ষমতায় আছে তাই এজেন্সি নিয়ে ঘুরছে। কাল ক্ষমতায় না থাকলে সব উধাও হয়ে যাবে।’’