বাংলায় BJP আসলেই ধর্ষকদের জন্য চালু হবে নতুন নীতি! বড় ঘোষণা সুকান্ত মজুমদারের 

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একের পর এক  নারী নির্যাতনের অভিযোগ। আরজিকর কান্ডের পর দেখতে দেখতে তিন মাস পেরিয়ে গেলেও এখনও  পর্যন্ত অধরা তিলোত্তমার বিচার। এই কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে মাথাচাড়া দিয়েছে এই ধরনের অপরাধ মূলক ঘটনা। সেইসাথে অপরাধীরাও অনেক বেশি বেপরোয়া।

বাংলায় বিজেপি (BJP) আসলে ধর্ষকদের জন্য চালু হবে নতুন নিয়ম

এবার রাজ্য জুড়ে বাড়তে থাকা এই নারী নির্যাতনকে হাতিয়ার করেই রাজ্যের মা-বোনদের নারী নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়ে বাংলায় বিজেপি (BJP) সরকার গঠনের দাবি তুললেন  বিজেপি (BJP) সংসদ তথা বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। আসন্ন ২৬ এর নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।

সোমবার কালনায় এই সদস্য সংগ্রহ অভিযানের এক কর্মশালায় হাজির হয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই এবার উত্তরপ্রদেশের মত বাংলার বুকেও বুলডোজার নীতি চালু করার হুংকার ছাড়লেন সুকান্ত মজুমদার। বিজেপি নেতার দাবি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে মেয়ের বাবা-মায়েদের হাতে আর চেক ধরাতে হবে না বরং ধর্ষকদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে বুলডোজার।

আরও পড়ুন : ট্যাব চাই! আন্দোলনে পথে বসলেন পড়ুয়ারা, ছুটে এলেন প্রধান শিক্ষক

নারী নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার কথা টেনে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘আজকে জয়নগর হোক বা আরজিকর হোক, মুখ্য়মন্ত্রী ও তাঁর দলবলের কী সলিউশন? মেয়ের বাবা-মাকে কোনওভাবে ফুঁসলিয়ে নিয়ে যায়। আর তাঁদের হাতে চেক ধরিয়ে দেয়। তিনি বলেন, ‘বাংলার বিজেপি সরকার তৈরি হলে ধর্ষকের বাড়ির সামনে বুলডোজার দাঁড়িয়ে থাকবে।’

BJP

প্রসঙ্গত এতদিন এই বুলডোজার নীতি চালু ছিল যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এবার নারী নিগ্রহ রুখতে  বাংলাতেও সেই একই নিয়ম চালু করার আগাম বার্তা দিয়ে রাখলেন সুকান্ত মজুমদার। এদিনের কর্মশালা থেকে নারী নিরাপত্তার পাশাপাশি বাংলার মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা প্রজেক্ট’-এর কথাও শোনালেন সুকান্ত মজুমদার। এদিন তিনি জানালেন কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে এবার মহিলাদের তিন হাজার টাকা করে দেবে বিজেপি।এই টাকা পেতে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তাও এদিন জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X