“নাম্বার ওয়ান চোর…চন্দ্রযানটা পারলেও চুরি করে নিত,” মমতাকে তুমুল কটাক্ষ সুকান্তর

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। কটাক্ষ করে মুখ্যমন্ত্রীকে নাম্বার ওয়ান চোর বললেন সুকান্ত। বসিরহাটে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে সোমবার দেখা করতে যান সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।

এদিন সুকান্ত (Sukanta Majumder) বলেন, “ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু নন, তিনি এক নম্বর চোরও। সেটা জানেন প্রধানমন্ত্রী মোদী। ভারতবর্ষে চুরিতে কেউ যদি নোবেল পেতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। রণে বনে জলে জঙ্গলে যতরকম চুরি আছে, পারলে চন্দ্রযানটাও চুরি করে নিত। নেহাত সুযোগ পায়নি তাই।”

সারদা থেকে নারদা, বারবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছে বিজেপি। তবে কোনও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে সিপিএম-কংগ্রেসের দাবি, উপরে উপরে লড়াই চললেও ভিতরে বিজেপির সাথে সমঝোতা রয়েছে তৃণমূলের।

sukanta majumder 1689593295955 1689593296221

একটা সময় কেন্দ্রে বিজেপির সাথে সরকার চালিয়েছে তৃণমূল। তাই বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হলেও কার্যক্ষেত্রে তারা পদক্ষেপ নেয় না। আজ বসিরহাটে রাজনৈতিক হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে যান বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। তৃণমূলী অত্যাচারে ঘর ছাড়া বিজেপি কর্মীদের সাথেও কথা বলেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর