গার্ডেনরিচ মন্ডপ হামলায় TMC’র তারক সিংও….! প্রকাশ্যে WhatsApp Chat, বিস্ফোরক দাবি সুকান্তর

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার গার্ডেনরিচ এলাকার মুদিয়ালিতে দুর্গাপুজো মন্ডপে একদল বহিরাগতর হুমকির ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য-রাজনীতিতে। শুক্রবারের সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল বহিরাগত গার্ডেনরিচের একটি পুজো মন্ডপে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।

চাঞ্চল্যকর দাবি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)

গতকাল নিজের ফেসবুক পেজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার একটি ভিডিও ক্লিপ পোস্ট করে এমনটাই অভিযোগ করেন। এবার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumder) কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর তারক সিংয়ের একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট তুলে পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করলেন।

আরোও পড়ুন : Optical Illusion! আপনার দৃষ্টিশক্তি কি সত্যিই তীক্ষ্ণ? এই ধাঁধার সমাধান করে প্রমাণ দিয়ে দিন

এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করে বিজেপি (Bharatiya Janata Party) নেতা সুকান্ত মজুমদার (Sukanta Majumder) লেখেন, “রাজ্যবাসী এবার অন্তত একবার ভেবে দেখুন! পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘মিনি বাংলাদেশ’ মডেল কতটা ভয়ঙ্কর হতে পারে…। সাধারণ মানুষ নন, তারক সিং যিনি কলকাতা পুরসভার একজন মেয়র পরিষদ সদস্য তিনিও আতঙ্কিত।”

পাশাপাশি বিজেপি নেতার কথায়, “যেভাবে বাংলাদেশের কায়দায় আপনার আমার প্রিয় শহর কলকাতাতেও দুর্গাপুজো বন্ধ করতে সাম্প্রদায়িক অপশক্তির আগ্রাসনের ঘটনা ঘটছে, তাতে তিনিও আতঙ্কিত! ভোট ব্যাঙ্কের ফায়দা নিতে যে শাসকদল প্রকাশ্যে সংখ্যালঘু তোষণ করে আজ রাজ্যে এই পরিস্থিতি তৈরি করেছে, তাতে এখন প্রমাদ গুনছেন শাসকদলের হিন্দু নেতারাও…(অসম্পাদিত)”।

আরোও পড়ুন : পর্দার দুর্দান্ত খলনায়ক, শেষ জীবনে নিমু ভৌমিকের খোঁজও নেয়নি ইন্ডাস্ট্রি

সুকান্ত মজুমদার যে স্ক্রিনশটটি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কথোপকথন চলছে। সেখানে তারক সিং গার্ডেনরিচের ঘটনার ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, “আজকের ঘটনা। কলকাতা, ১৩৩ নম্বর ওয়ার্ড, মুদিয়ালি। পুজোর প্যান্ডেল এ জোড়ে মাইক বাজানোয় পাশে নামাজ পড়তে অসুবিধা হওয়ায় সরাসরি পুজো প্যান্ডেল এ ঢুকে হামলা করে হুমকি দিয়ে গেলো “শান্তিবাহিনী”।

Sukanta Majumder whatsapp chat of Tarak Singh

একই সাথে তার সংযোজন, “মনে হয় জ্ঞানত: আপনি কলকাতায় এই হামলা দেখেননি। তবে চিন্তা নেই, শান্তির ধর্মের বাহিনীর মানুষেরা এই রাজ্যে আগামীদিনে আরো নতুন নতুন নিদর্শন স্থাপন করবেন। আপনার আমার নতুন নতুন অভিজ্ঞতা হবে। আবার ভুলে গিয়ে আমরা হা- ভাতে হিন্দু হয়ে শান্তি বাহিনীর সঙ্গে সেক্যুলার সেজে ইফতারে যোগদান করবো দুর্গাপুজো- কালীপুজোর প্যান্ডেল এ হামলা, মূর্তি ভাঙ্গা ইত্যাদি ভুলে গিয়ে। আগামী পর্বের জন্যে অপেক্ষায় থাকুন।”


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর