ED ডাক পাঠালেও গেলেন না সুকন্যা! কেষ্টকন্যার বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবেন তদন্তকারীরা?

বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cow Smuggling Case) বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লিতে (Delhi) নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। চলছে টানা জিজ্ঞাসাবাদ। তদন্তের আরও গভীরে পৌঁছতে বুধবার বেলা ১১ টার মধ্যে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal)। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইডি হাজিরা এড়ালেন তিনি।

কতটা অসুস্থ অনুব্রত কন্যা? কী হয়েছে তার? এসব বিষয়ে এখনও কিছু জানা যায় নি। অন্যদিকে, গতকালই অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করেছে ইডি। দিল্লিতে সাড়ে ৯ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হয় তাকে। প্রসঙ্গত, কেষ্ট মণ্ডল গ্রেফতারির পর থেকেই ইডির নজরে নেতার ঘনিষ্ঠ কিছুজনের নাম রয়েছে। তাদের সূত্র ধরেই রহস্যভেদ করতে চাইছে ইডি।

ইডির সেই তালিকার প্রথমেই নাম রয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ও তার হিসাব রক্ষক মণীশ কোঠারি। গরু পাচার মামলায় তাদের একাধিকবার জেরা করেছে ইডি। চাওয়া হয় একাধিক নথিও। অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পরই তার ঘনিষ্ঠ ১২ জনকে রাজধানীরে তলব করেছিল ইডি। অভিযুক্ত কেষ্টর মুখোমুখি বসিয়ে তাদের জেরা করা হবে বলেও জানা যায়।

anubrata, sukanya

ইডির নির্দেশ মতো গতকাল ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারি। তবে দীর্ঘ জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হন তিনি। বুধবার দুপুর ২ টোয় রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হবে তাকে। আজ সকালে সকালে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। তারপরেই পেশ করা হবে আদালতে।

অন্যদিকে, ইডির তালিকায় দ্বিতীয় নামটি ছিল সুকন্যার। সেই মতোই তাকে জেরার জন্য ডেকে পাঠানো হয় দিল্লিতে। শোনা যাচ্ছিল অনুব্রত, মণীশ ও সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। তবে এদিন সকালেই ইডি সূত্রে খবর আজ দিল্লি যাচ্ছেন না সুকন্যা। মঙ্গলবার মেল মারফত তিনি অসুস্থতার কথা জানিয়েছেন। তবে এরপর ইডি সুকন্যাকে আবার ডেকে পাঠাবে নাকি অন্য কোনো পদক্ষেপ নেবে তা জানা যায়নি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর