শুধু জ‍্যাকলিন-নোরা নয়, সারা-জাহ্নবীর দিকেও নজর ছিল প্রতারক সুকেশের! ফাঁস চাঞ্চল‍্যকর তথ‍্য

বাংলাহান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই ঘোরালো হয়ে উঠছে সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) প্রতারণা কাণ্ড। এতদিন প্রতারণা চক্রে নাম জড়িয়েছিল জ‍্যাকলিন ফার্নান্ডেজ ও নোরা ফতেহির। এবার একে একে নাম জড়ালো জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), সারা আলি খান (Sara Ali) ও ভূমি পেডনেকরেরও। ২০১৮ সালে নাকি একজন।বড় ব‍্যবসায়ীর ভেক ধরে দিল্লির তিহার জেলেও কয়েকজন অভিনেতা ও মডেলের সঙ্গে সাক্ষাৎ করেন সুকেশ।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে উঠে এসেছে সারা, জাহ্নবী, ভূমির নাম। জানা যাচ্ছে, নিজের এক সহকারী পিঙ্কি ইরানির মারফত এই তিন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সুকেশ। ইডিকে দেওয়া ভূমির উত্তর অনুযায়ী, নিজেকে এইচ আর নিউজ এক্সপ্রেস পোস্টের ভাইস প্রেসিডেন্ট হিসাবে পরিচয় দিয়েছিলেন পিঙ্কি।

sukesh chandrashekhar 1638862690
চন্দ্রশেখরকে তাঁদের গ্রুপের চেয়ারম‍্যান বলে জানিয়ে তিনি বলেছিলেন যে তিনি ভূমির খুব বড় একজন অনুরাগী। একটি প্রোজেক্টের ব‍্যাপারে কাজের প্রস্তাবের পাশাপাশি ভূমিকে একটি গাড়িও উপহার দিতে চেয়েছিলেন চন্দ্রশেখর। যদিও কোনো উপহার তিনি পাননি বলেই জানিয়েছেন ভূমি।

অন‍্যদিকে সারা জানিয়েছেন, সুকেশ চন্দ্রশেখর বলে কাউকেই তিনি চেনেন না। তবে সূরজ রেড্ডি নামে একজন তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে গাড়ি উপহার দিতে চেয়েছিলেন। বারংবার মানা করা সত্ত্বেও তিনি না শুনলে এক বাক্স চকলেট নিতে রাজি  হন সারা। যদিও বদলে চকলেটের সঙ্গে সঙ্গে একটি দামী ঘড়িও পাঠানো হয় তাঁকে।

জাহ্নবী ইডিকে জানান, একটি সালোঁর উদ্বোধন করায় ১৮.৯৪ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। পাশাপাশি একটি ব্র‍্যান্ডেড ব‍্যাগও উপহার পেয়েছিলেন অভিনেত্রী। সেই সালোঁর সঙ্গে যুক্ত লীনা নামে এক মহিলা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে চন্দ্রশেখর নামে কাউকে তিনি চেনেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর