জ‍্যাকলিনের সঙ্গে সম্পর্ক ছিল, অভিনেত্রীর অস্বস্তি বাড়িয়ে দাবি করলেন ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় নাম জড়ানোয় বেশ ফাঁপড়ে পড়েছেন জ‍্যাকলিন ফার্নান্ডেজ (jacqueline fernandez)। প্রতারণা চক্রের মূল পাণ্ডা সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে। এনফোর্স ডিরেক্টরেট ইতিমধ‍্যেই অভিনেত্রীকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে এ ব‍্যাপারে। এবার জ‍্যাকলিনের অস্বস্তি আরো বাড়িয়ে প্রতারক সুকেশ দাবি করেছেন যে অভিনেত্রীর সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন।

সর্বভারতীয় সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, জেল থেকে নিজের আইনজীবীকে একটি চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর। সেখানেই তিনি দাবি করেছেন যে জ‍্যাকলিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সে কারণেই এত দামি দামি উপহার দিতেন তিনি অভিনেত্রীকে।


তবে জ‍্যাকলিনকে ফাঁসাননি সুকেশ। বরং ‘আদর্শ’ প্রেমিকের মতো তাঁর উপর থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই প্রতারণা চক্রে জ‍্যাকলিনের কোনো ভূমিকা ছিল না। এমনকি সুকেশ দাবি করেছেন ইচ্ছা করে বলিউড অভিনেতা অভিনেত্রীদের নিশানা করা হচ্ছে যাতে তিনি ভবিষ‍্যতে বিনোদন জগতে কোনো ব‍্যবসা করতে না পারেন।

অপরদিকে ইডির কাছে জ‍্যাকলিন স্বীকার করেছেন যে তিনি ২০১৭ থেকে চেনেন সুকেশকে। কিন্তু ২০২১ এর অগাস্টে তিনি গ্রেফতার হওয়ার পর থেকে আর কোনো যোগাযোগ নেই তাঁদের। সূত্রের খবর, ইডির জেরায় জ‍্যাকলিন জানিয়েছেন সুকেশ তাঁকে ১ লক্ষ ৫০ হাজার মার্কিন ডলার লোন দিয়েছিলেন অভিনেত্রীর বোনের জন‍্য যে আমেরিকায় থাকে।

পাশাপাশি অস্ট্রেলিয়ায় জ‍্যাকলিনের ভাইয়ের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টেও ১৫ লক্ষ টাকা পাঠিয়েছিলেন সুকেশ। এখানেই শেষ নয়। প্রতারক ব‍্যবসায়ীর থেকে আরো বহুমূল‍্য উপহার হাতিয়েছেন জ‍্যাকলিন। তার মধ‍্যে রয়েছে একটি ঘোড়া, তিনটি নামী সংস্থার ডিজাইনার ব‍্যাগ, একটি ডিজাইনার জিমের পোশাক, নামী সংস্থার একজোড়া জুতো, হীরের কানের দুল এবং বিভিন্ন রঙের পাথরের বানানো একটি ব্রেসলেট।

প্রতারক ব‍্যবসায়ীর থেকে একটি বিলাবহুল গাড়িও নিয়েছিলেন জ‍্যাকলিন। যদিও পরে তা ফিরিয়ে দিয়েছিলেন তিনি। এই সব কিছুর টাকা প্রতারণার মাধ‍্যমেই জোগাড় করা হয়েছিল বলে খবর। সুকেশ নাকি জ‍্যাকলিনকে কথা দিয়েছিলেন যে তাঁর জন‍্য একটি সুপারহিরো সিরিজ প্রযোজনা করবেন। জ‍্যাকলিনের সঙ্গে তিনি হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির মিল খুঁজে পেয়েছিলেন। ৫০০ কোটি দিয়ে সিরিজটি তৈরি হত বলে খবর।

সম্পর্কিত খবর

X