আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা! ফরাসি বিপ্লবের কথা মনে করিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেললেন সুখেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে এক মাস হতে চলল আরজি করের ঘটনা ঘটেছে। আগস্ট মাসের ৯ তারিখ হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছিল তাঁকে। এই ঘটনায় একাধিকবার সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Ray)। এবার এই আবহে ফরাসি বিপ্লবের কথা স্মরণ করালেন তিনি।

  • তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সুখেন্দু (Sukhendu Sekhar Ray)!

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় এমনিতেই প্রবল সমালোচিত হয়েছে রাজ্যের শাসক দল। বিরোধীরা কার্যত তুলোধোনা করেছে তৃণমূলকে (Trinamool Congress)। সেই সঙ্গেই পথে নেমেছে রাজ্যের মানুষ। রবিবারও যেমন প্রতিবাদে গর্জে উঠল মহানগরীর রাস্তা। ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে মুখর তিলোত্তমার অলিগলি। এই আবহে এবার এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করলেন সুখেন্দু।

  • কী লিখেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ?

এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সুখেন্দু (Sukhendu Sekhar Ray)। তৃণমূল নেতা লেখেন, ‘জুলাই, ১৭৮৯… বাস্তিল দুর্গ মাটিয়ে মিশিয়ে দিয়েছিল আন্দোলনকারীরা। জল হয় ঐতিহাসিক ফরাসি বিপ্লবর’। আরজি কর কাণ্ডের আবহে চারিদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি উঠছে তখন সুখেন্দুর এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ দাদাগিরি অতীত! বেগতিক হলেই হারাতে হবে চাকরি! সিভিকদের নিয়ে কড়া ‘অ্যাকশন’

উল্লেখ্য, এর আগে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার (RG Kar Case) প্রতিবাদে ডাক দেওয়া মেয়েদের রাত দখলের কর্মসূচির সমর্থনেও এগিয়ে এসেছিলেন সুখেন্দু। তৃণমূলের যে সকল নেতা আরজি করের ঘটনা নিয়ে প্রকাশ্যে সরব হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন তিনি। জোড়াফুল সাংসদের মুখে সিপি-কে হেফাজতে নিয়ে জেরার দাবিও শোনা গিয়েছিল।

Sukhendu Sekhar Ray

আরজি কর ঘটনায় মুখ খোলার কারণে বহুবার প্রবীণ রাজনীতিককে তলব করেছিল পুলিশ। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্ট অবধি ছুটেছিলেন তিনি। তৃণমূলের একাংশের কটাক্ষের মুখেও পড়তে হয়। কিন্তু তা সত্ত্বেও এই নারকীয় ঘটনার প্রতিবাদে করা বন্ধ করেননি তিনি (Sukhendu Sekhar Ray)। নিজের অবস্থানে অনড় থেকেছেন ।

এই প্রসঙ্গে সুখেন্দু স্পষ্ট বলেছিলেন, তিনি অসামাজিক জীব নন। সমাজে কোনও ঘটনা ঘটবে, তিনি সেটা দেখে মোটেই চুপ করে থাকবেন না। প্রবীণ রাজনীতিকের প্রশ্ন, ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় নাকি?’ এবার ফের একবার ফরাসি বিপ্লবের (French Revolution) প্রসঙ্গ টেনে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন প্রবীণ নেতা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর