প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ! হলটা কী? তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) রমরমা রাজ্য জুড়ে। চলছে ভোটের প্রচার। কিন্তু এর মধ্যেই অনেক সময় ঘটে যায় নানা অবিস্মরণীয় ঘটনা। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় (Sukhendu sekhar Ray) প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister)। তিনি প্রশংসা করলেন নরেন্দ্র মোদীর (Narendra Modi) ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের।

তিনি বলেন যে, কেউ যদি কোনো ভালো কোনো কাজ করে তাঁকে প্রশংসা করা উচিৎ। হতেই পারে তাঁদের রাজনৈতিক মতভেদ আলাদা। এই পরীক্ষা পে চৰ্চা অনুষ্ঠানের মাধ্যমে নরেন্দ্র মোদী বোর্ডে যে সব বাচ্চারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের অনুপ্রেরণা দেন এবং তাদের মনোবল বাড়াতে চেষ্টা করেন। পাশাপাশি তিনি বোঝান যে পরীক্ষার সময় কী করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া যায়।

পাশাপাশি সুখেন্দুশেখরের কথায়, প্রধানমন্ত্রী পরীক্ষার্থীদের বোঝাতে চেষ্টা করেন এই পরীক্ষাগুলি তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, আর তাই সেই সময়ে মোবাইল বা কম্পিউটার ব্যবহার যতটা পারা যায় কমাতে। এই শো-কেই প্রশংসা করেছেন সুখেন্দুশেখরবাবু। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে, দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য এইভাবে পড়ুয়াদের অনুপ্রাণিত করে থাকেন।

sukhendu

তৃণমূলের মূখ্য সচেতকের বক্তব্য, নমো যদি পড়ুয়াদের উদ্বুদ্ধ করে থাকেন এবং মনোযোগী হতে সাহায্য করেন তাহলে এর চেয়ে ভালো কী হতে পারে। তাই সকলের মধ্যে ভালো জিনিসকে ভালো বলার মনোভাব থাকতে হবে। অন্যদিকে বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান যে, প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার ছিল। কিন্তু তিনি যেভাবে দেশের মধ্যে বেসরকারিকরণ শুরু করেছেন সেটা ঠিক নয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর