বাংলাহান্ট ডেস্কঃ দিনেদুপুরে সড়কপথে নামল তিন-তিনটি যুদ্ধবিমান (fighter aircraft)। আর এই দৃশ্য দেখে অবাক নেটিজনরা। তবে কি কোন যুদ্ধের প্রস্তুতি, নাকি নিছক ট্রায়াল- তা ভেবেই অবাক সাধারণ মানুষ। উত্তরপ্রদেশের (uttar pradesh) পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যুদ্ধবিমান নামার এই ভিডিও ভাইরাল হল স্যোশাল মিডিয়ায়।
৩৪০.৮ কিলোমিটার দৈর্ঘ্য উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যুক্ত রয়েছে লখনউয়ের সঙ্গে। উত্তরপ্রদেশ থেকে অপারে যেতে বেশ কিছুটা সময় বাঁচবে এই এক্সপ্রেসওয়ের জন্য এবং সঙ্গে কমবে দুর্ঘটনার ঝুঁকিও। আগামী মঙ্গলবার এই নতুন সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাঁর আগেই চলছিল এই ট্রায়াল।
#WATCH | IAF fighter aircrafts conduct trial run on airstrip ahead of Purvanchal Expressway inauguration, in Sultanpur
Prime Minister Narendra Modi will inaugurate the expressway on Nov 16. pic.twitter.com/x2rY7wk4LG
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 14, 2021
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উত্তরপ্রদেশের সুলতানপুরে। আর উদ্বোধনের সময় যুদ্ধবিমানগুলি নামবে এই সড়কের উপর। তবে তার আগেই আকাশপথ প্রদক্ষিণ করে জাতীয় সড়কে নেমে একবার ট্রায়াল দিয়ে নিল সুখোই-৩০, মিরাজ-২০০০।
জানা গিয়েছে, রাবাঁকি, সুলতানপুর, আমেঠি, অযোধ্যা, আজমগড়, মৌ, গাজিপুর জেলার ওপর দিয়ে যাবে এই সড়ক। যার ফলে যাতায়াতের ক্ষেত্রে বাঁচবে সময় এবং কমে দুর্ঘটনাও।