ধূসর নীলচে চোখের ভিলেন! তাঁর নাম শুনলেই ভয়ে কাঁটা হয়ে যেত বাচ্চারা, এখন কেমন আছেন সুমিত গঙ্গোপাধ্যায়?

বাংলা হান্ট ডেস্ক: ভয়ংকর সেই নীলচে ধূসর চোখ,দাঁত মুখ খিচিয়ে অভিনয়, গা জ্বালানো সংলাপ আর গুন্ডা সুলভ ভারী চেহারার এই ভিলেনই (Villain) এক সময় ছিলেন নব্বইয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ত্রাস। হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে কথা হচ্ছে বাংলা সিনেমার নামকরা ভিলেন সুমিত গঙ্গোপাধ্যায়কে (Sumit Ganguly) নিয়েই। বহুদিন হল বাংলা সিনেমায় (Bengali Cinema) তাঁকে দেখতে পান না অনুরাগীরা।

কিন্তু আজও তাঁর অভিনয় চোখে লেগে রয়েছে বাংলা সিনেমার দর্শকদের। তাই এই অভিনেতার ভক্তরা হামেশাই জানতে চান এখন তিনি কি করছেন? কোথায় আছেন? কিংবা কিভাবে দিন কাটছে তাঁর? একটা সময় অভিনয় জগতে তিনি এসেছিলেন নায়ক হবেন বলেই। কিন্তু ভাগ্যচক্রে তাঁর খলনায়কের মতো চেহারা আর অভিনয়ই তাঁকে রাতারাতি বানিয়ে দিয়েছে বাংলা সিনেমার অন্যতম সেরা ভিলেন।

   

তাই ভিলেনের চরিত্রে  তাঁর অভিনয় একবার যেভাবে দর্শকদের মনে দাগ কেটেছিল তাতে করে তাঁর আর নায়ক হয়ে ওঠা হয়নি কোনোদিন। তাছাড়া অভিনেতা নিজেও মনে করেন তাঁর যে চেহারা তাতে তাঁকে ভিলেনের রোলই মানায়। তাই সে কথা জানিয়েই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘স্রোতে হাঁটতে-হাঁটতে আমি ভিলেন হয়ে গিয়েছি। আমি ভিলেন হতে আসিনি এই ইন্ডাস্ট্রিতে। ভেবেছিলাম, যা রোল পাব তাই করব। কিন্তু লোকে আমাকে ভিলেন হিসেবেই ভালবাসা উজাড় করে দিয়েছেন। আমি ধন্য হয়েছি।’

একটা সময় প্রায় প্রতিটি বাংলা সিনেমায় ভিলেনের চরিত্রের জন্য ডাক পেতেন সুমিত। তাই এই দাপুটে খলনায়ক ছাড়া একসময় একেবারে অসম্পূর্ন ছিল বাংলা সিনেমা। তাই প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, হোক কিংবা চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অথবা অভিষেক চট্টোপাধ্যায়ে প্রত্যেকের সিনেমায় বাঁধাধরা ভিলেনের চরিত্রে অভিনয় করেতেন সুমিত।

আরও পড়ুন: ডাক্তার বরের সাথে ভাই-বোনের সম্পর্ক! Didi No 1-র মঞ্চে দাম্পত্য জীবন নিয়ে সিক্রেট ফাঁস করলেন শ্রীপর্ণা

সম্প্রতি বাংলা সিনেমার এই ভয়ঙ্কর ভিলেন বাংলাদেশের ‘সময় টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণা করে বলেছেন, ‘একটা সময় আমাকে দেখিয়ে বাচ্চাদের ভয় দেখাতেন তাদের বাবা-মায়েরা। আমাকে প্রচণ্ড ভয় পেত ছোট ছেলেমেয়েরা। ‘কেঁচো খুড়তে কেউটে’ ছবিতে ভিলেন করার পর লাগাতার ভিলেনের রোলই করেছিলাম। হাড় হিম হওয়ার মতো। সেগুলো সেই সময়কার বাচ্চারা দেখে ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক সময় খেয়ে নিয়েছে, পড়তে বসেছে, স্কুলে গিয়েছে। তাই আমার এটাই গর্ব যে, আমি এভাবেই ভয় দেখিয়ে অন্তত ৮ থেকে ৯ কোটি বাচ্চাকে মানুষ করেছি, যাঁরা এখন অনেক বড়-বড় হয়ে গিয়েছে।’

Sumit 1

তবে দীর্ঘ দিনের অভিনয় জীবনে ভালো চরিত্রে কিংবা ভালো সংলাপ বলতে না পাড়ার আফসোস-ও থেকে গিয়েছে অভিনেতার। সেকথা জানিয়েই এদিন এই দাপুটে ভিলেন বলেছেন, ‘এখনও পর্যন্ত একটা ভাল ডায়ালগ পেলাম না আমি। মনের মতো একটা চরিত্র পেলাম না ঠিক করে।’ তবে এখনও অভিনয় ছাড়েননি তিনি।  আগামীদিনে দেব প্রযোজিত ‘খাদান’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর