ইন্দ্রানী সেন,বাঁকুড়া:“শাসকদল বদমাইশি করছিল সৌমিত্র অন্যায়ের প্রতিবাদ করেছিল। সাংসদ সৌমিত্র খাঁকে কাজ করতে দেওয়া হয়নি। গত একবছর ধরে ওর সাথে যোগাযোগ ছিল।” ষষ্ঠ দফার ভোটের প্রচারের শেষ দিনে শুক্রবার সৌমিত্র খাঁ এর সমর্থণে রোড শো এ অংশ নিয়ে এই কথা বললেন বিজেপি নেত্রী রুপা গাঙ্গুলী।
তাঁর কথায়,”এখানে আপনার একটা ভোট দেওয়া মানে সেই ভোট আপনি মোদিজীকে দিচ্ছেন”। সাথে সাথেই উপস্থিত সকলের নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার কথা বলেন।
এদিন অসংখ্য দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সোনামুখী শহরে রোড শো করেন। এদিনের রোড শো তে রুপা গাঙ্গুলী ছাড়াও বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো ব্রজ অধিকারী, দলের নগর মণ্ডল সভাপতি তাপস মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।