সোমবার থেকেই রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি, কতদিন চলবে? বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা দপ্তর

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের তীব্র গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছিল। তারপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছিলেন আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি (Summer Vacation) শুরু হয়ে যাবে। এবার সরকারিভাবে জারি হল বিজ্ঞপ্তি। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত জায়গায় স্কুল বন্ধ হচ্ছে না। কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো যেমন চলছিল তেমনই খোলা থাকবে। এদিন বিজ্ঞপ্তি জারি করে জানানো হল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে স্কুল। এরপর আবহাওয়ার পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের একাধিক জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এরই জেরে রাজ্যের স্কুলগুলিতে গরমের (Summer Vacation in West Bengal Schools) ছুটি এগিয়ে নিয়ে আসা হল।

summer vacation

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! একসঙ্গে চাকরি যাচ্ছে বিপুল শিক্ষকের? হাইকোর্টে রিপোর্ট দিল CBI

সাধারণত প্ৰতি বছর স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ৬ মে থেকে। তবে এ বছর অতিরিক্ত গরমের জেরে স্কুলপড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন: মামলা করতেই বাড়ল নম্বর! হাই কোর্টের নির্দেশে মেধা তালিকায় মিলল স্থান পেল পরীক্ষার্থী

প্রসঙ্গত, গত কয়েক বছর থেকেই স্বাভাবিকের থেকে অনেকটা ওপরে থাকছে তাপমাত্রা। যার জেরে গত কয়েক বছর ধরেই স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। এবারও বেশ খানিকটা ছুটি এগিয়ে আনা হল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর