বই নাকি গুগল! কার ভরসাতে বেনজির কীর্তি আদিত্যর? এবার মুখ খুললেন স্বয়ং UPSC টপার

বাংলাহান্ট ডেস্ক : সর্বভারতীয় ক্ষেত্রে অত্যন্ত কঠিন একটি পরীক্ষা হল ইউপিএসসি। দেশের বহু মেধাবী পড়ুয়ার ইচ্ছা থাকে ইউপিএসসি ক্র্যাক করার। এ বছর ইউপিএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন আদিত্য শ্রীবাস্তব। আদিত্যর এই সফলতা কিন্তু সহজে আসেনি। ক্রিকেটের প্রতি খুব দুর্বলতা ছিল আদিত্যর। সেটি তিনি ছেড়ে দেন।

আদিত্য মোটা বেতনের চাকরি করতেন। ত্যাগ করেন সেই চাকরিও। এই নিয়ে তিনবার ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন আদিত্য। আইআইটি কানপুর থেকে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হন এই কৃতি। আদিত্য একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি এই সফলতা আশা করেননি। আদিত্যর কথায় তিনি প্রথম ৭০ জনের মধ্যে জায়গা করতে চেয়েছিলেন।

আরোও পড়ুন : ১,২ বার নয়; ৫ লক্ষ বার রাম নাম লিখলেই খোলা যায় অ্যাকাউন্ট! ব্যাংকের এই নিয়ম জানেন?

তবে তিনি যে প্রথম স্থান অর্জন করবেন তা কল্পনাও করেননি। ২০২২ সালে আদিত্যর স্থান ছিল ২১৬ নম্বরে। তারপর তিনি প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হন সর্দার বল্লভভাই পুলিশ আকাদেমিতে। এরপর তিনি যোগদান করেন আইপিএস হিসাবে। তবে আদিত্যর ইচ্ছা ছিল আইএএস হওয়ার। সেই স্বপ্ন নিয়ে তিনি ফের ইউপিএসসি পরীক্ষায় বসেন। আদিত্যর বাবা অজয় শ্রীবাস্তব সিএজি অফিসে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসাবে কর্মরত।

109390662

ছেলের এই অসাধারণ সাফল্যে গর্বিত বাবা জানিয়েছেন, বুঝতে পারছিলাম ছেলে আইএএস হবে। তবে টপার হবে সেটা ভাবতে পারিনি। লখনউয়ের সেন্ট মন্টেশ্বরী স্কুলের ছাত্র আদিত্য কানপুর থেকে বিটেক ও এমটেক করেন। আদিত্য বলেছেন, সফলতার জন্য পরিশ্রমের থেকেও বেশি দরকার স্মার্ট ওয়ার্ক। তিনি নিয়মিত সমাধান করতে গত কয়েক বছরের প্রশ্নপত্র। সাহায্য নিতেন গুগল ও চ্যাট জিপিটির।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর