বাংলা হান্ট ডেস্কঃ খাতায়-কলমে সবে মাত্র বৈশাখ মাস পড়েছে। এদিকে এরই মধ্যে গরমের জ্বালায় টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। প্রবল গরম চলছে গোটা রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গের (South Bengal) অবস্থা এরই খারাপ। ইতিমধ্যেই একাধিক জায়গার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আর এরই জেরে রাজ্যের স্কুলগুলিতে গরমের (Summer Vacation in West Bengal Schools) ছুটি এগিয়ে আসছে।
গরমের ছুটি নিয়ে জল্পনা চলছিলই। এরই মাঝে রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, অতিরিক্ত গরম এবং ভোটের কারণে রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুল গুলিতে এ বছর গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। জানা যাচ্ছে, আগামী ২২ এপ্রিল (সোমবার) থেকে স্কুলগুলিতে ছুটি পড়ে যাবে। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে অনেকটাই ছুটি এগিয়ে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
গরমের ছুটি নিয়ে এখনও সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন আগামী ২২ এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে। আগেই আমরা জানিয়েছিলাম রাজ্যের তীব্র গরমের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার নবান্নে একটি বৈঠক হয়েছিল। তারপরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সাধারণত প্ৰতি বছর স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হয় ৬ মে থেকে। তবে এ বছর তাপপ্রবাহ ও তীব্র দহনে স্কুলপড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ এই নিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া যেতে পারে বলে সূত্রের খবর। ওদিকে বেসরকারি স্কুলগুলিতেও যাতে গরমের ছুটি কিছুটা এগিয়ে আনা হয় সেই আর্জিও জানানো হবে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত, এই প্রথম নয়, গত কয়েক বছর ধরেই তীব্র দাবদাহের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হচ্ছে। তবে এবার বেশ খানিকটা ছুটি এগিয়ে আসতে চলেছে। যদি ২২ এপ্রিল থেকে এ বার ছুটি শুরু হয় তাহলে নির্ধারিত সময়ের অন্তত ১৫ দিন আগে স্কুলে ছুটি পড়ে যাবে। যার জেরে ব্যাহত হবে পঠন-পাঠন। আবার ঠিক কত দিনের জন্য ছুটি চলতে পারে তারও ঠিক নেই। কারণ মে মাসে আরও বেশি গরম পড়তে পারে।
আরও পড়ুন: আরও ৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আজ দক্ষিণবঙ্গে কখন কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়ার খবর
এই আবহে গরমের ছুটি পড়ে গেলে তারপর স্কুল খুললে পঠনপাঠন শেষ করানোর বাড়তি চাপ থাকবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাস্তবসম্মতভাবে প্রয়োজনে অল্পদিন করে ছুটি ঘোষণা করা উচিত বলে আমাদের মনে হয়।’