আরও বাড়ল গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে স্কুল? বড় ঘোষণা করল শিক্ষা দফতর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গরমের ছুটি (Summer vacation) নিয়ে বড় আপডেট দিল স্কুলশিক্ষা দফতর (Education Department)। রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে বলে জানান হল। ছুটি নিয়ে উদ্বেগের মধ্যেই শিক্ষা দফতর জানাল, ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ফের পঠন পাঠন শুরু হয়ে যাবে।

বাড়ল গরমের ছুটির মেয়াদ | Summer vacation

প্রসঙ্গত, বাড়তে থাকা গরমের মধ্যে এপ্রিলের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি দিয়ে দেওয়া হবে। পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কত দিন পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। সেই নিয়েই বাড়ছিল উদ্বেগ।

কতদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে, ফের কবে স্কুল খুলবে সেই বিষয়ে কিছু না জানানোয় চিন্তায় ছিল শিক্ষামহল থেকে পড়ুয়া ও অভিভাবকরাও। যেহেতু আগামী বছর থেকে নতুন ভাবে পরীক্ষা হবে তাই সেই নিয়ে বাড়তি উদ্বেগ রয়েইছে। উল্লেখ্য, ২০২৬ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টারে। উচ্চ মাধ্যমিক হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে।

No guideline on when summer vacation will end this year

আরও পড়ুন: ঘরে-বাইরে জেরবার পাকিস্তান! ভারতের সঙ্গে যুদ্ধের আবহেই দু’ভাগ? স্বাধীন হয়ে গেল বালোচিস্তান?

তৃতীয় সেমিস্টার যেহেতু সেপ্টেম্বরে হওয়ার কথা সেক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকা নিয়ে উদ্বেগ বাড়ছিল। তবে এবার জানান হল, ২ জুন থেকে গরমের ছুটি খুলে যাবে। প্রসঙ্গত, সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ১২ মে থেকে ছিল। আর স্কুল খোলার কথায় ছিল ২৩ মে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/1BWuGIQrTiE?si=QU7F9OfCjW0FnmSs

উল্লেখ্য, গত বছর সরকারি স্কুলগুলিতে প্রথমে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। তবে অত্যাধিক গরমের কারণে ২১ এপ্রিল থেকে ছুটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রায় দু’মাস ২ জুন পর্যন্ত ছিল গরমের ছুটি। যা নিয়ে পরে সিলেবাস শেষ করতে বেগ পেতে হয়েছিল শিক্ষকদের। এবার সব দিক ভাবনা-চিন্তা করে এক মাস ছুটি দেওয়া হল।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X