বাংলা হান্ট ডেস্কঃ ভোট পর্ব মিলতে গত ৩ জুন রাজ্যের (West Bengal) সমস্ত স্কুল খুলে গিয়েছে। শিক্ষা দফতরের নিয়ম মেনে ৩ তারিখ থেকে স্কুলে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরা। শিক্ষা দপ্তরের প্রকাশিত একটি বিজ্ঞপ্তি অনুযায়ী গরমের ছুটি (Summer Vacation) শেষে রাজ্যের স্কুলগুলিতে ১০ জুন থেকে ক্লাস শুরু হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক- মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে ১০ জুন।
নির্দেশ ছিল, ৩ জুন স্কুল খুলে গেলে শিক্ষক ও অশিক্ষককর্মীরা স্কুলে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে রাখবে। এরপর ১০ তারিখ থেকে স্কুল যাওয়া শুরু করবে পড়ুয়ারা। কিন্তু কোথায় কী! এখনও স্কুলের বেহাল দশা। ভোট মিটে গেলেও উপদ্রুত এলাকার স্কুলগুলিতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আবার যে সমস্ত স্কুল ছেড়ে বাহিনী চলে গিয়েছে সেই সকল স্কুলের চোখ পড়ছে ছড়িয়ে ছিটিয়ে টাকা মদের বোতল, আবার কোথাও ক্লাসরুমের একাধিক বেঞ্চ টেবিল ভাঙার দিকে।
এই অবস্থায় কীভবে ১০ জুন থেকে পঠন-পাঠন শুরু করা যায় সেই নিয়ে চিন্তায় শিক্ষকরা। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ভোটের পর গত ৩ জুন তারিখেই রাজ্যের স্কুলগুলি খুলে গেছে। তবে পড়ুয়াদের যেতে হবে আগামী ১০ জুন থেকে।
আরও পড়ুন: লক্ষীর ভাণ্ডার অতীত! রাজ্যের এই প্রকল্পে মহিলারা পাবেন ৩০০০ টাকা, ৭ দিনে ঢুকবে অ্যাকাউন্টে
এই অবস্থায় স্কুল গুলির হাল ফেরাতে কপালে চিন্তার ভাঁজ শিক্ষক শিক্ষিকাদের। তারা মনে করছেনে সোমবার থেকে স্কুল খুললেও পরিকাঠামো আবার আগের মতো ঠিক করে পড়াশোনা শুরু করতে আরও কয়েকদিন সময় লেগে যাবে। পাশাপাশি এই গোটা পরিস্থিতির জন্য তারা প্রশাসনকেই দায়ী করছেন।