বাংলাহান্ট ডেস্ক: এক বছর ধরে বিশ্ব লড়াই করে চলেছে মহামারির বিরুদ্ধে। মানুষের জীবনযাত্রায় বড়সড় বদল এনে দিয়েছে করোনা। বারে বারে লকডাউনের ফলে অর্থব্যবস্থা অবনতির মুখ দেখেছে। কর্মহীন হয়েছেন।বহু মানুষ। তালিকায় রয়েছেন বাঙালি অভিনেত্রী সুমনা চক্রবর্তীও (sumona chakravarti)। কাজের অভাবে ঘরে বসে রয়েছেন তিনি। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেও আজ কর্মহীন সুমনা।
হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ সুমনা। কমেডি নাইটস উইথ কপিল ও দ্য কপিল শর্মা শোয়ের দৌলতে তুঙ্গে উঠেছিল তাঁর জনপ্রিয়তা। মঞ্জু, ভুরি, সরলা বিভিন্ন চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। অভিনয় করেছেন ধারাবাহিকেও। কসম সে, কস্তুরী, বড়ে আচ্ছে লাগতে হ্যায় এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন তিনি।
তবে এখন কর্মহীন সুমনা। উপরন্তু এন্ডোমেট্রিয়াসিস নামে জরায়ুর এক রোগও শরীরে বহন করে চলেছেন তিনি। দীর্ঘ দশ বছর ধরে এই রোগের সঙ্গে লড়াই করছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্যার কথা জানিয়ে আক্ষেপ করেন সুমনা। বাড়িতে শরীরচর্চার পর একটি ছবি শেয়ার করে সেখানে একটি লম্বা বার্তা লেখেন অভিনেত্রী।
সুমনা লেখেন, ‘২০১১ থেকে আমি এন্ডেমেট্রিয়াসিসের বিরুদ্ধে লড়াই করছি। অনেক বছর ধরে চতুর্থ স্টেজে রয়েছি। ভাল খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং সবথেকে জরুরি চিন্তামুক্ত থাকা। এটাই আমার সুস্থ থাকার চাবিকাঠি। লকডাউন আমার জন্য মানসিক ভাবে খুব কঠিন ছিল। আজ শরীরচর্চা করে ভাল লাগছে।’ সেই সঙ্গে তিনি আরো জানিয়েছেন, কর্মহীন হলেও নিজের ও মা বাবার খাবারটুকু তিনি জোগাড় করতে পারছেন, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন সুমনা।
https://www.instagram.com/p/CO2oRLArOdf/?igshid=1ul38jhquu6o6
অভিনেত্রীকে সাহস যুগিয়েছেন নেটিজেনরা। তাঁকে মনোবল হারাতে মানা করেছেন তাঁরা। সেই সঙ্গে সুমনার দৃঢ়তা ও মানসিক শক্তিরও প্রশংসা করেছেন সকলে। লড়াইয়ে সুমনার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁর অনুরাগীরা।