TRP-ই শেষ কথা, রুকমার নতুন সিরিয়ালকে জায়গা দিতে বিদায় নিচ্ছে এই মেগা

বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় টিকে থাকার ক্ষেত্রে টিআরপিই (TRP) শেষ কথা। দর্শকদের পছন্দের নিরিখে যেমন টিআরপি নির্ধারিত হয়, তেমনি এই টিআরপির জন্য অনেক সময়েই দর্শকদের দাবির বিপরীতে গিয়েও সিরিয়াল (Serial) বন্ধ করে দেয় চ্যানেলগুলি। ইদানিং পরিস্থিতি এমন হয়েছে যে মাত্র কয়েক মাস চলার পরেই দাঁড়ি পড়ে যাচ্ছে তথাকথিত মেগা সিরিয়ালের গল্পে। এবার শেষ হতে চলেছে সান বাংলার সিরিয়াল ‘মেঘে ঢাকা তারা’।

তথাকথিত প্রথম সারির চ্যানেল না হলেও সান বাংলার দর্শক বড় কম নয়। কিন্তু মাঝে মাঝেই এই চ্যানেলের সিরিয়াল বন্ধ হওয়ার খবর শোনা যায়। এবার পালা মেঘে ঢাকা তারার। এক স্বাবলম্বী নারীর গল্পই উঠে এসেছিল মেঘে ঢাকা তারা তে, যে একা হাতে ঘর এবং বাইরে দুদিকেই সামলায়। এক বছর পার করে শেষ হচ্ছে এই সিরিয়াল।

bengali serial

মেঘে ঢাকা তারা শেষ হয়ে গেলে তার জায়গা নেবে রুকমা রায়ের আসন্ন সিরিয়াল ‘রূপসাগরে মনের মানুষ’। এতদিন জি বাংলা এবং স্টার জলসাতেই কাজ করছিলেন রুকমা। তাঁর শেষ সিরিয়াল লালকুঠিও বিদায় নিয়েছিল মাত্র কয়েক মাসের মধ্যেই। সান বাংলায় এটাই রুকমার প্রথম কাজ।

প্রসঙ্গত, বিগত কয়েক দিনে একাধিক সিরিয়াল শেষ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বালিঝড়, মিঠাই, গোধূলি আলাপ, মেয়েবেলার মতো সিরিয়াল। মিঠাই, গোধূলি আলাপ পুরনো হলেও মেয়েবেলা কার্যত শুরু হতে না হতেই শেষ করে দেওয়া হল।

একই ভাবে আরো বেশ কয়েকটি সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তালিকায় রয়েছে সোহাগ জল, মুকুট এর মতো মেগা। মূলত টিআরপি আশানুরূপ না হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর। যদিও এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক খবর কিছু পাওয়া যায়নি। অন্যদিকে সান বাংলার মেঘে ঢাকা তারা সিরিয়ালের শুটিং আগামী ২৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে। আর অন্তিম সম্প্রচার হবে ২ রা জুলাই।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর