‘জঙ্গি অপবাদ’, তার বিরুদ্ধে মুখ খুললেন সুনয়নার প্রেমিক

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক সপ্তাহ ধরে রাকেশ রোশান কন্যার দাবি ছিল, তিনি খুব খারাপ আছেন, নরকে বাস করছেন। কিছুদিন আগে ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে সুনয়না জানিয়েছিলেন ইসলাম ধর্মাম্বলম্বী এক যুবকের সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন, আর সেই সম্পর্ক তাঁর পরিবার মেনে নিতে চাইছে না।

বাবা রাকেশ রোশন এই সম্পর্ক ভাঙার জন্য তাঁর গায়ে হাতও তুলেছেন বলে অভিযোগ করেছিলেন সুনয়না রোশন। এমনকি তাঁর প্রেমিক রুহেল যিনি একজন সাংবাদিক, তাঁকে জঙ্গি বলেও কটাক্ষ করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনয়না রোশনের প্রেমিক রুহেল আমিন। এক সাক্ষাৎকারে রুহেল বলেন, “এটা ভীষণই দুর্ভাগ্যজনক। ভিন্নধর্মী হওয়ার কারণে কাউকে সন্ত্রাসবাদী তকমা দেওয়াটা ঠিক নয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিৎ।”

তবে তিনি কীভাবে চিনলেন সুনয়নাকে? উত্তরে রুহেল জানান, ” বহুদিন আমাদের যোগাযোগ ছিল না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করি।” রুহেলের কথায়, “ওরা (সুনয়নার পরিবার) আমাদের বন্ধুত্বটা মেনে নেয়নি। একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছে সুনয়নাকে। যখন এই ব্যপারে জানতে পারি তখন আমার প্রথমে বিশ্বাস হয়নি। তারপর পরে বিষয়টি নিয়ে হাসিই পায়।”

রুহেল আরও বলেন, ”সুনয়না নতুন ভাবে জীবনটা শুরু করতে চান। এক্ষেত্রে ও ওর পরিবারের সমর্থন চায়। হৃতিক সুজান খানকে বিয়ে করেছিলেন। তিনিও তো ভিন্নধর্মী। তাহলে সুনয়নার ক্ষেত্রে এই অবিচার কেন? সকলেই “বিদ্রূপটা সবাই দেখতে পাচ্ছে।”

প্রসঙ্গত, এর আগে সুনয়না রোশনের ই জানান রুহেল আমিন পেশায় একজন সাংবাদিক। গত বছর ফেসবুকের মাধ্যমে তাঁর সঙ্গে আলাপ হয় সুনয়নার। তখন থেকেই প্রেমের সূত্রপাত। সুনয়নার বক্তব্য অনুসারে তিনি রুহেলের সঙ্গেই থাকতে চান। তাই তাঁর পরিবারকে রুহেলকে মেনে নিক এমনটাইও বলেছেন রাকেশ রোশন কন্যা।
প্রসঙ্গত উল্লেখ্য করা যায়, এর আগে ২০০৯ সালে আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মোহন নগরের সঙ্গে বিয়ে হয়েছিল সুনয়নার। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে ফের আশিস সোনির সঙ্গে বিয়ে হয় সুনয়নার।

5767f img 20190625 wa0160

তাদের মেয়ে র নাম সুরানিকা। শোনা যায়, ২০১৫ সালে ভারত কাপুর নামে এক ব্যক্তিক সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সুনয়না।
রুহেল এর সাথে সুনয়নার সম্পর্ক কি মোড় নেয় তা জানা সময়ের অপেক্ষা।

সম্পর্কিত খবর