বাংলাহান্ট ডেস্ক : বছর শেষে খড়গপুরবাসীকে একটি বড় খবর শোনালো খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। খড়গপুর আইআইটি জানিয়েছে, আগামী বছর তাদের ৬৯ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসছেন গুগলের সিইও সুন্দর পিচাই। এই খবর সামনে আসার পরে রীতিমত উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ক্যাম্পাস জুড়ে। খড়গপুর আইআইটির প্রাক্তন ছাত্র সুন্দর পিচাই আগামী সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তীর্ণ পড়ুয়াদের নিজের হাতে সার্টিফিকেট তুলে দেবেন।
উল্লেখ্য, সুন্দর পিচাই গুগল প্রধান হওয়ার পর দু’বার খড়গপুর আইআইটিতে এসেছেন। কিন্তু ২০২৩ সালে তাঁর আগমন বিশেষভাবে উল্লেখযোগ্য হতে চলেছে। প্রথমত, তিনি ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হতে চলেছেন। দ্বিতীয়ত, সেই বছরের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য বিভাগের উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা তাঁর হাত থেকে ডিগ্রি নিতে পারবেন।
জানা গিয়েছে, এই সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাই পড়ুয়াদের উদ্দেশ্যে ভাষণও দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর খড়গপুর আইআইটির ৬৮ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটির প্রাক্তন ছাত্র পিটার চ্যান। ৮২ বছর বয়সী পিটার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন।
খড়গপুর আইআইটি ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি জানান, “আমার সঙ্গে সুন্দর পিচাইয়ের কথা হয়েছে। তিনি রাজি হয়েছেন ২০২৩ সালের সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতে।” আইআইটি খড়্গপুরের এক অধ্যাপক বলেছেন, “একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। আমাদের ৬৯ তম সমাবর্তন অনুষ্ঠানে সুন্দর পিচাই উপস্থিত হবেন। আমি এখনও ভাবতে পারি না আমাদের এক প্রাক্তন ছাত্র এত অল্প বয়সে আমাদের কলেজেরই প্রধান অতিথির পদে অধিষ্ঠিত হতে চলেছেন।”