বিক্রি হয়ে গেল গুগলের CEO পিচাইয়ের বাড়ি! অঝোরে কাঁদলেন বাবা, কিনলেন এই অভিনেতা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : গুগল সিইও সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) পৈত্রিক বাড়ি বিক্রি হয়ে গেল। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা তথা প্রযোজক মণিকন্ডন কিনেছেন সুন্দর পিচাইয়ের চেন্নাইয়ের অশোকনগরের বাড়ি। সাংবাদিকদের এই অভিনেতা জানিয়েছেন, “প্রথম আলাপেই আমার জন্য কফি তৈরি করেছিলেন সুন্দর পিচাইয়ের মা। বাড়ির সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমাকে দিয়ে দেন তার বাবা। আমি অভিভূত তাদের মানবিকতা ও ব্যবহার দেখে।”

একই সাথে মণিকন্ডন বলেছেন, সুন্দর পিচাইয়ের বাবা আমাকে অনুরোধ করেছেন যাতে বাড়ি বিক্রির প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য যেন কোনোভাবেই সুন্দর পিচাইয়ের নাম ব্যবহার না করা হয়। সাধারণ মানুষের সাথে রেজিস্ট্রেশন অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাড়ির কাগজপত্র মণিকন্ডনের হাতে তুলে দেন সুন্দর পিচাইয়ের বাবা।

মণিকন্ডন অভিনেতা হওয়ার পাশাপাশি একজন রিয়েল এস্টেট ডেভলপার। এখনো পর্যন্ত প্রায় ৩০০ টির কাছাকাছি বাড়ি তৈরি করেছেন তিনি। অশোকনগরের যে বাড়িটি মণিকন্ডন কিনেছেন সেই বাড়িতেই জন্ম হয়েছিল সুন্দর পিচাইয়ের। এই বাড়িতেই ছোটবেলা কাটিয়েছেন গুগল সিইও। মণিকন্ডন জানিয়েছেন সুন্দর পিচাইয়ের মত একজন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বের বাড়ি কিনতে পেরে তিনি গর্বিত।

google sundar pichai

অশোকনগরে এই বাড়িটি সুন্দর পিচাইয়ের বাবা তৈরি করেছিলেন। এটি ছিল তার জীবনের প্রথম সম্পত্তি। এই বাড়ি বিক্রি হওয়ার পর ভেঙে পড়েন তিনি। মণিকন্ডন জানিয়েছেন এই জায়গায় তিনি একটি ভিলা তৈরি করবেন। আগামী দেড় বছরের মধ্যে ভিলা তৈরির কাজ সম্পূর্ণ হবে। আর তারপর এই বাড়ি যে আমজনতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X