বাংলা হান্ট ডেস্ক: সান ডে (Sunday) আর ফান ডে না! রবিবারও সম্পূর্ণ কাজের দিন (Full Working Day) হওয়া উচিত, এমনটাই এবার মন্তব্য করলেন কংগ্রেস (Congress) নেতা মণীশ তিওয়ারি (Manish Tewari)। ইনফোসিস চেয়ারম্যান নারায়ণ মূর্তির (Infosys chairman Narayana Murthy) ৭০ ঘণ্টা (70 Hours Work) কাজের বক্তব্যকে সমর্থন করলেন তিনি।
শুক্রবার একটি পোস্ট করেন ১৯ তিওয়ারি সেখানে তিনি বলেন, ‘সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ নিয়ে নারায়ণ মূর্তির করা বিবৃতি নিয়ে এত হইচই কেন, এতে ভুল কী আছে? তা আমি বুঝতে পারছি না। আমার মত অনেক জনগণের প্রতিনিধি দিনে ১২ থেকে ১৫ ঘণ্টা, সপ্তাহে সাত দিনই কাজ করে পাবলিক সার্ভিসের সঙ্গে কেরিয়ারের ভারসাম্য বজায় রাখে। আমি শেষ কবে রবিবার ছুটি নিয়েছিলাম মনে নেই। আপনি নির্বাচিত বা অনিবার্চিত হোন না কেন নির্বাচনী এলাকায় রবিবার একটি পূর্ণ কাজের দিন।’
I do not understand the brouhaha around @Infosys_nmurthy statement on a 70 hour work week . What is wrong with it ?
Some of us Public Representatives work 12-15 hours a day 7 days a week balancing careers with Public Service.
I do not recall when I last took a Sunday off.…
— Manish Tewari (@ManishTewari) November 10, 2023
এরই সঙ্গে কংগ্রেস নেতা বলেন, ‘ভারত (India) যদি সর্বশক্তিমান হতে চায়, তাহলে আগামী দুটি প্রজন্মকে সপ্তাহে ৭০ ঘণ্টা করে কাজ করতে হবে। সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ এবং একটি উইক অফ, সেই সঙ্গে বছরে ১৫ দিনের একটি অবকাশকালীন ছুটি স্বাভাবিক হওয়া উচিত।’
উল্লেখ্য, মাসখানেক আগেই ইনফোসিসের চেয়ারম্যান নারায়ণ মূর্তি বলেছিলেন, ‘সপ্তাহে ৭০ ঘণ্টা প্রত্যেককে কাজ করা উচিত। দেশকে এগিয়ে নিয়ে যেতে এই কাজ সকলকে করতে হবে, জার্মান এবং জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কয়েক বছর এমনটাই করেছিল।’ ইনফোসিস কর্তার মন্তব্যকে সমর্থন জানিয়েছিলেন জেএসডব্লিউ-র চেয়ারম্যান সজ্জন জিন্দাল (JSW Chairman Sajjan Jindal)। তিনি বলেন, ‘আমি নারায়ণ মূর্তির বক্তব্যকে সমর্থন করি। এরা সম্পূর্ণই ডেডিকেশনের উপর। ভারতকে অর্থনৈতিকভাবে মহাশক্তিশালী করতে হবে, যাতে ২০৪৭ সালে গিয়ে ভারতকে নিয়ে আমরা গর্ব করতে পারি।’