বাংলা হান্ট ডেস্কঃ আজ ব্রিসবেনে চতুর্থ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। একাধিক চোট আঘাতের জন্য এই ম্যাচে সম্পূর্ণ ভারতীয় দল নামতে পারেনি। পুরোপুরিভাবে রিজার্ভ বেঞ্চ নিয়েই খেলছে টিম ইন্ডিয়া। দলের কোন সিনিয়র বোলার এই ম্যাচে খেলেনি।
প্রথম ম্যাচ থেকে একের পর এক চোট আঘাতের জন্য ভারতীয় দল হাসপাতালে পরিণত হয়েছিল। চতুর্থ টেস্ট ম্যাচে সেটা বিরাট আকার ধারণ করে। এই ম্যাচে ইশান্ত শর্মা, মহম্মদ সামি, উমেশ যাদব এমনকি জাসপ্রিত বুমরাহ কেউই খেলেনি। ভারতীয় সম্পূর্ণ নতুন বোলিং বিভাগ নিয়ে এই ম্যাচ খেলতে নেমেছে অধিনায়ক অধিনায়ক অজিঙ্কা রাহানে।
এই ম্যাচে অভিষেক হয়েছে ভারতের দুই বোলার টি নটরাজন এবং ওয়াশিংটন সুন্দরের। গত ম্যাচে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেনি বুমরা এবং রবীচন্দ্রন অশ্বিন। আর তাই বুমরাহর বদলে দলে এসেছেন টি নটরাজন এবং রবীচন্দ্রন অশ্বিন এর বদলে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর।
Maiden Test wicket for @Sundarwashi5 and it is a biggie!
Steve Smith is caught brilliantly by @ImRo45 at short mid-wicket. #TeamIndia #AUSvIND
Details – https://t.co/OgU227P9dp pic.twitter.com/TFYk203Guk
— BCCI (@BCCI) January 15, 2021
অভিষেক ম্যাচে খেলতে নেমেই ইতিহাস তৈরি করলেন ওয়াশিংটন সুন্দর। নিজের প্রথম টেস্ট উইকেট হিসেবে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান তথা অজি তারকা স্টিভ স্মিথকে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। দুর্দান্ত বোলিং করে স্টিভ স্মিথকে সাজঘরে ফিরলেন ওয়াশিংটন সুন্দর। আর তারপর থেকেই ওয়াশিংটন সুন্দরের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশেষজ্ঞরা।