আবারও এক নতুন পালক! আলফাবেট ইংস এর সিইও পদে বসতে চলেছেন পিচাই

বাংলা হান্ট ডেস্ক : বিশ্বের সব থেকে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের তাই তো একা হাতে সামলেছিলেন এতদিন তবে এবার আবারও দায়িত্ব বাড়ল গুগল সিইও সুন্দর পিচাইয়ের। তাই এবার গুগলের পাশাপাশি অ্যালফাবেটের দায়িত্ব পেলেন সুন্দর। অ্যালফাবেটের সিইও পদে আসীন হলেন তিনি।যদিও এর প্রেসিডেন্ট পদে রয়েছেন সার্জেই ব্রিন। তাই এবার থেকে ল্যারি পেজের প্রতিদিনের দেখভালের দায়িত্ব পেলেন সুন্দর পিচাই।

2001 সাল থেকেই ল্যারি আজ প্রেসিডেন্ট পদে ছিলেন।মঙ্গলবার ল্যারি পেজ এবং ব্রিনের তরফে একটি ব্লগের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যেহেতু গুগল এবং অ্যালফাবেট র পারস্পরিক বন্ধন খুব সুদীর্ঘ, এবং দীর্ঘদিন থেকে একসঙ্গে কাজ করছে তাই গুগলের প্রতিই তাঁরা দায়বদ্ধ বলেই জানিয়েছেন ল্যারি ও ব্রিন। তাই তো বোর্ডের দায়িত্বে থাকলেও এখন আর রোজগার দেখাশোনা করবেন না এই দুই বিশেষ ব্যক্তিত্ব।sundar pichai getty h 2018 0

এই তো প্রথম থেকেই ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন দুজনে অ্যালফাবেটের প্রধান এবং প্রেসিডেন্ট পদ সামলেছেন তাই এখন আপাতত যুক্ত থাকলেও রোজকার দেখা শোনার তাই তো আর নিচ্ছেন না। তাই এখন থেকেই অ্যালফাবেটের প্রধান শাখা হবে গুগল। তার আওতাতেই থাকবে অ্যান্ড্রয়েড সার্চ ইউটিউব এবং গুগল ম্যাপের মতো ব্যবসা।

আসলে পেজ ব্রিন এবং পিচাই তিন জনেই যৌথ ভাবে ওয়েব সার্চের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সফটওয়্যারের উন্নতির বিষয়ে জোর দিয়েছেন, দীর্ঘদিন থেকেই তিন জনেই এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু অবশেষে সমঝোতায় এসেঅবশেষে সমঝোতায় এসে পিচাইকে জায়গা ছেড়ে দিলেন পেজ ও ব্রিন।

সম্পর্কিত খবর