বাংলাহান্ট ডেস্ক: সুনীল শেট্টি (Suniel Shetty), বলিউডের এমন একজন অভিনেতা যিনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন। তাঁর চুলের স্টাইল থেকে শুরু করে সংলাপ বলার ধরণ সবটাই অনুকরণীয় হয়ে উঠেছিল। এখনো সুনীল শেট্টির মিমিক্রি বেশ জনপ্রিয়। এখন আর অভিনয়ে দেখা না গেলেও ইন্ডাস্ট্রির হয়ে ঠিকই গলা ফাটান বলিউডের ‘আন্না’।
তবে এই প্রতিবেদনের উদ্দেশ্য সুনীলের অভিনয় কেরিয়ার নয়, বরং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা। সে সময়ে বিবাহিত নায়কদের চাহিদা কম থাকা সত্ত্বেও বলিউড ডেবিউয়ের আগেই বিয়েটা সেরে রেখেছিলেন তিনি। সুনীল এবং মানা শেট্টির প্রেম কাহিনিও কিন্তু কম ফিল্মি নয়। বলা ভাল, অভিনেতা সুনীলের জন্য মানা একেবারেই আদর্শ স্ত্রী।
১৯৯১ এ বিয়ে হয় সুনীল এবং মানার। ঠিক তার পরের বছরেই বলিউডে পা রাখে অভিনেতা। বিয়ের আগে অবশ্য ৯ বছর চুটিয়ে প্রেম করেছেন দুজনে। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে নিজেদের প্রেম কাহিনি তুলে ধরেছিলেন সুনীল। তখনি তিনি জানিয়েছিলেন, প্রথম দেখাতেই মানাকে মন দিয়ে বসেছিলেন তিনি।
কীভাবে প্রেম হয়েছিল দুজনের? সুনীল জানিয়েছিলেন, ধাপে ধাপে এগিয়েছিলেন তিনি। প্রথমে মানার বোনের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি। তারপর বোনের মাধ্যমেই বন্ধুত্ব করেন মানার সঙ্গে। তিনি জানিয়েছিলেন, নিজের এক বন্ধুকে পার্টির আয়োজন করে মানাকেও আমন্ত্রণ জানাতে বলেছিলেন তিনি। একসঙ্গে কথা বলার সুযোগ হয়ে গিয়েছিল। বাইকে করে ঘুরতেও গিয়েছিলেন দুজনে। ধীরে ধীরে একে অপরের প্রতি আকর্ষণটা বুঝতে পেরেছিলেন তাঁরা।
কিন্তু প্রেমটা খুব একটা সহজ হয়নি সুনীল মানার কাছে। কারণ দুজনের ধর্ম ছিল আলাদা। অভিনেতা জানিয়েছিলেন, মানার বাবা ছিলেন গুজরাটি মুসলিম আর মা পঞ্জাবি। অন্যদিকে সুনীল দক্ষিণ ভারতীয়। দুজনের সংষ্কৃতি থেকে জীবনযাত্রার ধরণও খুব আলাদা ছিল। তাই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় ছিলেন তাঁরা। যদিও সুনীল জানান, তাঁর বাড়ি থেকে শেষমেষ মেনেই নিয়েছিলেন মানাকে। ৯ বছর অপেক্ষার পর ধর্ম পরিবর্তন করে তারপর বিয়ে হয়েছিল সুনীল মানার।
বিবাহিত নায়ক হিসাবে বলিউডে পা রেখেছিলেন সুনীল। আশির দশকে ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার ছিলেন তিনি। নায়ক থেকে খলনায়ক, কমেডি থেকে সিরায়াস সব ধরণের চরিত্রেই দর্শক দেখেছে তাঁকে। এখনো মাঝেমধ্যেই নিজের নানান মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন সুনীল।